Source : BBC NEWS

ছবির উৎস, NUSRAAT FARIA/FACEBOOK
৫৯ মিনিট আগে
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় ২০৭ নম্বর ব্যক্তি হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
রোববার থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মি. রহমান বিবিসি বাংলাকে বলেন, ” ভাটারা থানার একটি মামলায় তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। এটি গুরুতর আহত করার (হত্যা চেষ্টা) মামলা।”
এখন মিজ ফারিয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) হেফাজতে আছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
তবে আজই তাকে আদালতে উপস্থাপন করা হবে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি তিনি।
জুলাই গণ অভ্যুত্থানের সময় ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ মামলায় আরও অনেক শিল্পীকে অভিযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া।
পাঁচই অগাস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে রাজধানীর বিভিন্ন থানায় ও আদালতে নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ব্যক্তিদের দায়ী করে অসংখ্য হত্যা বা হত্যা চেষ্টা মামলা হয়েছে।
এসব মামলার কোনও কোনওটি নিয়ে এরই মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে, যেগুলোকে বাংলাদেশের মানবাধিকার কর্মীরা ও সরকারের কর্মকর্তারাও একে ‘ঢালাও মামলা’ বলে বর্ণনা করছেন।
এরকম মামলায় সরকারও বিব্রতকর অবস্থায় পড়েছে বলে তাদের নানা বক্তব্যে বেরিয়ে এসেছে, যদিও এ ধরনের মামলা বন্ধে জোরালো পদক্ষেপ দেখা যায়নি।

ছবির উৎস, NUSRAAT FARIA/FACEBOOK
মামলায় যা বলা হয়েছে
হত্যা চেষ্টার অভিযোগ এনে এ বছরের ২৯ শে এপ্রিল এ মামলাটি করেন এনামুল হক নামের একজন ব্যক্তি।
নুসরাত ফারিয়া ছাড়াও এ মামলায় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এছাড়াও আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে এ মামলায় হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনের নাম মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাতনামা আরো তিন – চারশ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন মি. হক।
বৈষম্যবিরোধী আন্দোলন দমন করার জন্য মামলার এই ব্যক্তিরা বিপুল অর্থ জোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
নূসরাত ফারিয়ার নামে মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা তিনি।
এছাড়া মিজ ফারিয়া আওয়ামী লীগের সংসদ সদস্য পদ প্রার্থী বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, আন্দোলনে অন্য অভিযুক্তদের ছোঁড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান তিনি।

ছবির উৎস, NUSRAAT FARIA/FACEBOOK
নুসরাত ফারিয়ার অভিনয় ক্যারিয়ার
২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া।
ওই বছরই বাংলাদেশ – ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি।
এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি।
শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন মিজ ফারিয়া।
প্রয়াত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় সিনেমাটি তৈরি হয়েছিল বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়।
২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় মিজ ফারিয়া ছাড়াও আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদসহ আরও অনেকে অভিনয় করছেন।
‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘বস-টু’, ‘ধ্যাততেরিকি’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন মিজ ফারিয়া।
চলচ্চিত্রের পাশাপাশি গানও গেয়েছেন মিজ ফারিয়া।
‘পটাকা’ শিরোনামে ২০১৮ সালে একটি গানের মাধ্যমে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন মিজ ফারিয়া।
এছাড়া ইউটিউবসহ সোশাল মিডিয়ার নানা মাধ্যমে তার গাওয়া ‘হাবিবি’, ‘আমি চাই থাকতে’ সহ আরো কিছু গান প্রকাশ পেয়েছে।