Source : BBC NEWS

এক ঘন্টা আগে
বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার মধ্য রাতে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি’র নেতা-কর্মীরা।
জুলাই গণ-অভ্যত্থানের ছাত্র নেতৃত্বের এই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ অন্য নেতারা মিছিল নিয়ে বৃহস্পতিবার রাত একটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন।
এর আগে রাত দশটার পর থেকেই সেখানে অবস্থান করছিলেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে দলটির কয়েকশো নেতা-কর্মী।
এই অবস্থান থেকে এনসিপির নেতাদের বক্তব্য ও স্লোগানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার দ্রুত করার দাবি জানানো হয়।
অনেকটা আকস্মিকভাবে প্রধান উপদেষ্টার বাসভবনরে সামনে অবস্থান করার এ কর্মসূচি নিয়েছে এনসিপি।
তবে দলটির একাধিক নেতা বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনের সময়ে দুই মেয়াদে দায়িত্ব পালন করা রাষ্ট্রপতি বুধবার রাতে থাইল্যান্ড গেছেন।
তার দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে এনসিপির নেতাদের অনেকে এবং দলটির ঘনিষ্ঠ কেউ কেউ সামাজিক মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি নিয়ে নানারকম পোস্ট দেন।
একপর্যায়ে বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেজবুক পেজে যমুনার সামনে অবস্থান কর্মূসূচির ঘোষণা করে পোস্ট দেন।
সেই পোস্ট দিয়ে রাত দশটার দিকে কয়েকশ নেতা-কর্মীকে নিয়ে যমুনার সামনে অবস্থান নেন হাসনাত আব্দুল্লাহ।
পরে রাত একটার দিকে এনসিপি প্রধান নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির অন্য নেতারা মিছিল নিয়ে যমুনার সামনে এসে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
সেখান থেকে ঘোষনা করা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও এর নেতাদের বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
রাতে এনসিপির এই কর্মসূচিকে কেন্দ্র করে যমুনামুখী ও এর চারপাশের রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তবে প্রধান উপদেষ্টার বাসভবনের এনসিপির কর্মসূচিতে যোগ দিতে মিছিল নিয়ে যাওয়ার ক্ষেত্রে পুলিশ বাধা দেয়নি।

হঠাৎ কেন এমন কর্মসূচি
যদিও হঠাৎ করে এখন এ ধরনের কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে এনসিপির নেতাদের অনেকে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাকে তুলে ধরছেন।
কিন্তু দলটির নেতাদের কেউ কেউ অনানুষ্ঠানিক আলােচনায় ভিন্ন প্রেক্ষাপটের কথাও বলছেন। তাদের কথায়, বৈষম্যবিরােধী ছাত্র নেতৃত্বের বেরিয়ে যাওয়া একটি অংশের নতুন একটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে, এ বিষয় বিবেচনায় নিয়েএনসিপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও উজ্জীবিত রাখাও তাদের লক্ষ্য।
এনসিপি গঠনের শুরুতেই বৈষম্যবিরােধী ছাত্র আন্দােলনের নেতৃৃত্বের একটা অংশ বেরিয়ে যান। এটি ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের অংশ হিসেবে পরিচিত।
এখন ছাত্রশিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদের নেতৃত্বে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ নামের নতুন একটি প্লাটফরম গঠন করেছেন।
সেই নতুন প্লাটফরম আজ শক্রবার ঢাকায় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
এর আগের দিনে এনসিপি যমুনার সামনে অবস্থান কর্মসূচি নিয়েছে।
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ
এনসিপির অবস্থান কর্মসূচি শুরুর আগমুহুর্তে রাত পৌনে দশটার দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ফেসবুকে একটি পোস্ট দেন।
তাতে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে জানান।
পোস্টে তিনি লিখেন, সপ্তাহখানেক আগেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ করে বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে আছে।