Source : BBC NEWS

ঢাকা সেনানিবাস ঘিরে সভা, সমাবেশ, মিছিল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে

ছবির উৎস, NurPhoto/Getty Images

৫৩ মিনিট আগে

ঢাক া সেনানিবাস ব া ক্যান্টনমেন্ট ঘির ে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণ া কর া হয়েছে । রোববার থেক ে এই নিষেধাজ্ঞ া কার্যকর কর া হব ে বল ে আন্তঃবাহিন ী জনসংযোগ পরিদপ্তর ব া আইএসপিআর এক বিজ্ঞপ্তিত ে জানিয়েছে।

শনিবার আইএসপিআরের বিজ্ঞপ্তিত ে বল া হয়,” রোববার হত ে পরবর্ত ী নির্দেশ ন া দেওয় া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় সরণ ী হত ে প্রধান উপদেষ্টার কার্যালয় হয় ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হত ে মহাখাল ী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিব ি চত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ কর া হলো ।”

আইএসপিআর জানায়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খল া রক্ষার স্বার্থ ে এ পদক্ষেপ নেওয় া হয়েছে।

একই দিন গণমাধ্যম ে আরেকট ি বিজ্ঞপ্ত ি পাঠায় আইএসপিআর । এত ে জানান ো হয়, নাশকত া ও বিশৃঙ্খল পরিস্থিত ি সৃষ্টির অভিযোগ ে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীক ে গ্রেপ্তার করেছ ে আইনশৃঙ্খল া বাহিনীর সদস্যরা।

সেখান ে বল া হয়, বরখাস্তকৃত ওই সৈনিক রোববার ঢাক া সেনানিবাসের প্রবেশপথ ে বিক্ষোভ সমাবেশের নাম ে বড ় ধরনের নাশকত া সৃষ্টির পরিকল্পন া করছিলেন এব ং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায ় এ সংক্রান্ত বিভিন্ন উসকানিমূলক প্রচারণ া চালিয় ে আসছিলেন।

বরখাস্ত হওয় া এই সেনাসদস্যের বিরুদ্ধ ে আইন ি ব্যবস্থ া নেয় া হচ্ছ ে বলেও বিজ্ঞপ্তিত ে জানান ো হয়।

এ নিয় ে আর ো পড়ত ে পারেন
আইএসপিআরের লোগো

ছবির উৎস, ISPR

নাঈমুলক ে নিয় ে আইএসপিআরের বক্তব্য

ঢাক া সেনাবাহিনীর ঘির ে ‘ নাশকতার পরিকল্পন া’র অভিযোগ ে সেনাবাহিন ী থেক ে বরখাস্ত হওয় া সৈনিক মো. নাইমুল ইসলামক ে শনিবার দুপুর ে ঢাক া ক্যান্টনমেন্ট সংলগ্ন বটতল া এলাক া থেক ে আটক কর া হয়েছ ে বল ে জানিয়েছ ে আইএসপিআর।

গণমাধ্যম ে পাঠান ো বিজ্ঞপ্তিত ে আইএসপিআর জানায়, বরখাস্তকৃত ওই সেন া সদস্য গত বছরের পাঁচই অগাস্টের পর থেক ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ে বরখাস্ত/অব্যাহতিপ্রাপ্ত সাবেক সেন া সদস্যদের সাথ ে নিয় ে বিভিন্ন গণমাধ্যম ে উসকানিমূলক বক্তব্য দেয়াসহ বিভিন্ন ‘ নাশকতামূলক’ কার্যক্রম চালানোর পরিকল্পন া কর ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায ় নাইমুল রোববার ( ১৮ই মে ) ঢাক া সেনানিবাসের প্রবেশপথ ে বিক্ষোভ সমাবেশের নাম ে বড ় ধরনের নাশকত া সৃষ্টির পরিকল্পন া এব ং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায ় এ সংক্রান্ত বিভিন্ন উসকানিমূলক প্রচারণাও চালিয় ে আসছিলেন।

বিজ্ঞপ্তিত ে আইএসপিআর জানায়, এ ধরনের শৃঙ্খল া বহির্ভূত কর্মকাণ্ড থেক ে নিবৃত্ত করত ে সেনাবাহিনীর একট ি প্রতিনিধ ি দল শনিবার দুপুর দুইটায় ঢাকার খিলক্ষেত বটতল া বাজার এলাকায ় তার ( নাইমুলের ) সাথ ে যোগাযোগের চেষ্ট া করলে, নাইমুল তার কিছ ু সহযোগীসহ উপস্থিত একজন সেনাসদস্যদের ওপর দেশীয ় অস্ত্র নিয় ে অতর্কিত হামল া চালায়।

তাৎক্ষণিকভাব ে নিকটস্থ সেন া ক্যাম্প থেক ে একট ি টহল দল ঘটনাস্থল ে পৌঁছ ে নাইমুল ও তার দুই সহযোগীক ে আটক কর ে বলেও জানিয়েছ ে আইএসপিআর।

গণমাধ্যম ে পাঠান ো বিজ্ঞপ্তিত ে আইএসপিআর জানিয়েছে, বরখাস্ত নাইমুলক ে স্ত্রীর কাছ ে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এব ং বিভিন্ন সামরিক শৃঙ্খলাপরিপন্থ ি কাজ ে জড়িত থাকার অপরাধ ে চাকর ি থেক ে বরখাস্ত কর া হয়েছিল।

বরখাস্ত সেনাসদস্য নাইমুলের বিরুদ্ধ ে আনুষঙ্গিক আইন ি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছ ে বলেও জানান ো হয় আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে।

তবে, নাইমুল ইসলামক ে আটক ও পরবর্ত ী আইন ি প্রক্রিয় া ক ী ত া জানত ে বিবিস ি বাংলার পক্ষ থেক ে ঢাকার ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত থানায় যোগাযোগ কর া হয় । ওই দ ু’ট ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার া ( ওসি ) জানিয়েছেন, নাইমুলের আটকের বিষয় ে তাদের কাছ ে কোন ো ধরনের তথ্য নেই।

ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা

MUNIR UZ ZAMAN/AFP via Getty Images

আগেই য ে পরামর্শ দেয় া দিয়েছিল সেনাবাহিনী

এর আগ ে গত বুধবার গণমাধ্যম ে একট ি সংবাদ বিজ্ঞপ্ত ি পাঠান ো হয় আইএসপিআরের পক্ষ থেকে । সেখান ে সেনাবাহিনীর সাবেক সদস্যদের দাবি-দাওয় া নিয় ে নেতিবাচক কর্মকাণ্ড থেক ে বিরত থাকার পরামর্শ দেয় া হয়েছিল বাহিনীর পক্ষ থেকে।

ওইদিন আইএসপিআরের বিজ্ঞপ্তিত ে বল া হয়,” সাম্প্রতিক সময় ে কতিপয় সাবেক সেনাসদস্যের পক্ষ থেক ে তাদের বিরুদ্ধ ে শাস্ত ি সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচন া করার কিছ ু আবেদন উত্থাপিত হয়েছ ে য া সেনাসদর সর্বোচ্চ গুরুত্বের সাথ ে গ্রহণ করেছে । মানবিক ও প্রশাসনিক বাস্তবত া বিবেচনায় নিয় ে এ সকল আবেদনসমূহ যথাযথভাব ে পর্যালোচনার উদ্দেশ্য ে ইতিমধ্য ে সেন া সদর ে উচ্চপর্যায়ের একট ি পর্ষদ গঠিত হয়েছ ে এব ং এই পর্ষদের কার্যক্রম চলমান রয়েছে ।”

বিজ্ঞপ্তিত ে জানান ো হয়, এ সংক্রান্ত মোট ৮০২ট ি আবেদন গৃহীত হয়েছে, যার মধ্য ে ১০৬ট ি আবেদন চূড়ান্ত নিষ্পত্তির লক্ষ্য ে সংশ্লিষ্ট রেকর্ড ে পাঠান ো হয়েছে । বাক ি ৬৯৬ট ি আবেদন পর্যায়ক্রম ে যাচাই-বাছাই এব ং মূল্যায়ন সাপেক্ষ ে নিষ্পত্তির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়ট ি সময়সাপেক্ষ হলেও সেনাবাহিন ী সর্বোচ্চ আন্তরিকত া এব ং দায়িত্ববোধের সাথ ে কাজ কর ে যাচ্ছ ে বল ে ওই বিজ্ঞপ্তিত ে উল্লেখ কর া হয়।

” সরকার ও বাংলাদেশ সেনাবাহিনী, সাবেক সেনাসদস্যদের প্রাপ্য সম্মান, মর্যাদ া ও ন্যায্য দাবিসমূহের প্রত ি সর্বোচ্চ শ্রদ্ধাশীল এব ং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ ে প্রতিশ্রুতিবদ্ধ । বাংলাদেশ সেনাবাহিন ী বিশ্বাস করে—পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূত ি ও যথাযথ প্রক্রিয় া মেন ে চলার মাধ্যমেই প্রতিট ি সমস্য া শান্তিপূর্ণভাব ে সমাধান কর া সম্ভব”, বিজ্ঞপ্তিত ে বল া হয়।

এ বিষয় ে য ে কোন ো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেক ে বিরত থাকার এব ং যেকোন ো পরিস্থিতিত ে ধৈর্য্য, শৃঙ্খল া ও সহনশীলত া বজায ় রাখার জন্য পরামর্শ প্রদান কর া হয় ওই বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, গত বছর আওয়াম ী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বর ে বিগত আওয়াম ী লীগ সরকারের আমল ে চাকরিচ্যুত সেনাসদস্যর া বকেয় া বেতন-ভাতাসহ চাকর ি পুনর্বহালের দাব ি জানিয় ে ঢাকায় জাতীয় প্রেসক্লাব ে একট ি সংবাদ সম্মেলন করেন।

ওই একই সময় সময় অর্ধশতের বেশ ি চাকরিচ্যুত সেনাসদস্য প্রেস ক্লাবের সামন ে মানববন্ধন কর ে তাদের দাব ি বাস্তবায়নের আহ্বান জানান । ‘ সহযোদ্ধ া ‘ নাম ে চাকরিচ্যুত সেনাসদস্যদের একট ি প্ল্যাটফর্ম থেক ে তার া এসব দাব ি তুল ে ধরেছিলেন।

এরপর ডিসেম্বর মাস ে চাকরিত ে পুনর্বহাল ও বিচার ব্যবস্থার সংস্কারসহ তিন দফ া দাবিত ে ঢাক া সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামন ে অবস্থান নেন চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসর ে সশস্ত্র বাহিনীর একদল সদস্য । পর ে তাদের আবেদনের পরামর্শ দেয় কর্তৃপক্ষ।

এরপরও বিভিন্ন সময় ে সাবেক সেনাসদস্যদের জাহাঙ্গীর গেট ব া রাওয় া ক্লাব এলাকায় নান া কর্মসূচ ি পালন করত ে দেখ া গেছে।

বিবিস ি বাংলার অন্যান্য খবর
গত সপ্তাহে কাকরাইল মসজিদের সামনে যমুনার একপাশে আন্দোলনে নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ছবির উৎস, SRS ALI

ঢাকার য ে সব স্থান ে ডিএমপির নিষেধাজ্ঞা

শেখ হাসিন া সরকার পতনের পর বিভিন্ন দাব ি দাওয় া নিয় ে ঢাক া মেট্রোপলিটন এলাকার বিভিন্ন জায়গায় নিয়মিত রাস্ত া আটক ে সভ া সমাবেশ করত ে দেখ া যায়।

বিশেষ কর ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশ ে গত কয়েক মাস ে বেশ কিছ ু সভা-সমাবেশও অনুষ্ঠিত হয়।

যদিও অনেক সময় নিষেধাজ্ঞ া দিয়েও স ে সব সভা-সমাবেশ ব া রাস্ত া অবরোধের মত ো ঘটনাগুলোক ে নিয়ন্ত্রণ করত ে পারেন ি ঢাক া মেট্রোপলিটন পুলিশ ব া ডিএমপি।

সর্বশেষ গত ১০ই ম ে ডিএমপ ি’র জার ি কর া এক গণবিজ্ঞপ্তিত ে সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকার ি বাসভবন যমুন া এব ং এর আশপাশের এলাকায় সব ধরনের গণজমায়েত, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ কর া হয়েছে।

গত সপ্তাহ ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীর া কাকরাইল মোড় এলাকায় আন্দোলন ও অবস্থান কর্মসূচ ি পালন করে।

পর ে গত ১৫ই ম ে ডিএমপ ি থেক ে আরেকট ি একট ি গণবিজ্ঞপ্ত ি জার ি কর া হয়।

ওই গণবিজ্ঞপ্তিতে, প্রধান বিচারপতির বাসভবন, বিচারপত ি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের গেটসহ নয়ট ি স্থান ে সভা, সমাবেশ, বিক্ষোভ, সভাযাত্র া ও বিক্ষোভ নিষিদ্ধ কর া হয়েছে।

বিজ্ঞপ্তিত ে বল া হয়, জনশৃঙ্খল া এব ং প্রধান উপদেষ্টার নিরাপত্ত া রক্ষায় ঢাক া মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৯ ধারায ় অর্পিত ক্ষমতাবল ে সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্র া ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদ ি নিষিদ্ধ কর া হয়।

এত ে বিভিন্ন দাবি-দাওয় া আদায ় ও প্রতিবাদ কর্মসূচির নাম ে যখন-তখন সড়ক অবরোধ কর ে যান চলাচল ে বিঘ্ন ন া ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইক ে পুনরায ় অনুরোধও কর া হয় ডিএমপির পক্ষ থেকে।