Source : BBC NEWS

ছবির উৎস, Shafiqul Islam Sabuj
বিএনপ ি নেত া ইশরাক হোসেনক ে ঢাক া দক্ষিণ সিট ি কর্পোরেশনের মেয়র হিসেব ে শপথ পড়ানোর দাবিত ে টান া আন্দোলন কর্মসূচ ি চালিয় ে যাচ্ছেন তার সমর্থকরা । নগর ভবন ে তাল া লাগিয় ে ইশরাক সমর্থকদের অবরোধের কারণ ে দক্ষিণ সিট ি কার্যালয় ে কার্যত অচলাবস্থাও দেখ া যাচ্ছে।
মেয়র হিসেব ে ইশরাক হোসেন শপথ নিত ে পারবেন কী-না সেটিও স্পষ্ট কর া হয়ন ি সরকারের পক্ষ থেকে।
এই ইস্যুত ে ‘ ঢাকাবাস ী ‘ ব্যানার ে ইশরাক হোসেনর কর্ম ী সমর্থকর া আন্দোলন করলেও এখন ো দলগত অবস্থান নিয় ে আন্দোলন ে যায়ন ি বিএনপি।
তবে, এই দাব ি মান া ন া হল ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ার ি দিয় ে বক্তব্য দিত ে দেখ া গেছ ে বিএনপির সিনিয়র নেতাদেরও।
বিএনপির স্থায় ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বিবিস ি বাংলাক ে বলেছেন,” আমর া এই ন্যায্য আন্দোলনের পক্ষ ে আছি । প্রয়োজন ে দলগতভাব ে এই আন্দোলন ে আমর া সমর্থন দেব ো”।
মঙ্গলবারও নগর ভবন অবরোধ কর্মসূচ ি চলাকাল ে স্থানীয় সরকার উপদেষ্ট া আসিফ মাহমুদের পদত্যাগের দাব ি জানাত ে দেখ া যায় ইশরাকের সমর্থকদের।
ঢাকায় এক কর্মসূচিত ে যোগ দিয় ে উপদেষ্ট া আসিফ মাহমুদ বলেন,” একদিক ে মামলাট া বিচারাধীন অন্যদিক ে আইনগত জটিলতাও সামন ে এসেছে । সেগুলোর সমাধান হল ে আমর া কোনও একট া সিদ্ধান্তের দিক ে যাব ো”।
বিশ্লেষকর া বলছেন, ঢাক া দক্ষিণ সিটির মেয়র পদটিক ে জাতীয় ইস্যুত ে পরিণত কর ে য ে আন্দোলন হচ্ছে, এট ি বিএনপির একট ি রাজনৈতিক কৌশল।

অবরুদ্ধ নগর ভবন
গত ২৭শ ে মার্চ ঢাকার নির্বাচন ি ট্রাইব্যুনাল আগের ফল বাতিল কর ে বিএনপ ি নেত া ইশরাক হোসেনক ে ঢাক া দক্ষিণ সিট ি কর্পোরেশনের মেয়র ঘোষণ া করে।
এক মাস পর ে গত ২৭শ ে এপ্রিল রাত ে ইশরাকক ে মেয়র ঘোষণ া কর ে গেজেট প্রকাশ কর ে নির্বাচন কমিশন।
গেজেট হলেও স্থানীয় সরকার বিভাগ থেক ে শপথের তারিখ ঘোষণ া কর া হয়ন ি এখনো।
ইশরাক হোসেনক ে মেয়র হিসেব ে শপথ পড়ানোর দাবিত ে তার সমর্থকের া গত বুধবার থেক ে ‘ ঢাকাবাস ী ‘ ব্যানার ে নগর ভবনের সামন ে বিক্ষোভ কর্মসূচ ি চালিয় ে যাচ্ছেন।
আন্দোলনের এক পর্যায় ে গত শনিবার নগর ভবনের প্রধান গেটসহ বিভিন্ন কক্ষ ে তাল া লাগিয় ে দেয় ইশরাক হোসেনের সমর্থকরা।
মঙ্গলবারও নগর ভবনের মূল গেটের সামন ে মঞ্চ বানিয় ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচ ি চলছিল।
সকাল ১০ট া থেক ে শুর ু হয় এই কর্মসূচি । এত ে অংশ নেওয় া অনেক ে স্থানীয় সরকার উপদেষ্ট া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগেরও দাব ি জানান।
ইশরাকের সমর্থকর া বলছেন, তাদের দাব ি ন া মান া পর্যন্ত তার া তাদের আন্দোলন চালিয় ে যাবেন।
এদিকে, ওই এলাকায় মঞ্চ প্রস্তুত কর ে কনসার্টেরও আয়োজন কর া হয়েছ ে গত দুই দিনে।
এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির কারণ ে সকাল থেক ে বঙ্গবাজার–গোলাপ শাহ মাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ হয় ে যায় গেছে । গোলাপ শাহ মাজার মোড়েও সড়ক ে অবস্থান নিয়েছেন ইশরাকের সমর্থকেরা।
টান া এই কর্মসূচির কারণ ে গত কয়েকদিন ধর ে দক্ষিণ সিট ি কর্পোরেশনের সব নাগরিক সেব া বন্ধ রয়েছে । সেব া নিত ে এস ে ফেরত ভোগান্তিত ে পড়ত ে হয়েছ ে বাসিন্দাদের।
সাবেক স্থানীয় সরকার সচিব আব ু আলম মো. শহীদ খান বিবিস ি বাংলাক ে বলেন,” এই আন্দোলনের ফল ে কার্যত অবরুদ্ধ হয় ে রয়েছ ে ঢাক া দক্ষিণ সিট ি কর্পোরেশন । আন্দোলনকার ী ও ইশরাক সাহেবের এট া বুঝত ে হব ে এভাব ে জনদুর্ভোগ সৃষ্ট ি ঠিক হচ্ছ ে ন া” ।
শুধ ু দক্ষিণ সিট ি কর্পোরেশন নয়, গত বছর সচিবালয়ের সাত নম্বর ভবন ে আগুন লাগার পর ে স্থানীয় সরকার, পল্ল ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যালয় দক্ষিণের নগর ভবন ে স্থানান্তর কর া হয়।
ফল ে শুধ ু নাগরিক সেব া নয়, এই অবরোধ কর্মসূচির ফল ে স্থানীয় সরকার, পল্ল ী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও বিপাক ে পড়েছেন।

ছবির উৎস, Shafiqul Islam Sabuj
দলগত আন্দোলন ে যাব ে বিএনপি?
ইশরাক হোসেনক ে মেয়র হিসেব ে শপথ পড়ানোর দাবিত ে কয়েকদিন ধর ে নগর ভবনের সামন ে বিক্ষোভ চলছিল ‘ ঢাকাবাস ী ‘ ব্যানারে।
এত ে ইশরাকের কর্ম ী সমর্থকর া অংশ নিলেও তাদের কোন দলীয় ব্যানার ে অংশ নেয়নি । তব ে সেখান ে থাক া অনেকেই বিএনপির রাজনীতির সাথ ে যুক্ত ছিল।
এ নিয় ে গত সোমবার পাল্টাপাল্ট ি ফেসবুক স্ট্যাটাসও দিয়েছ ে ইশরাক হোসেন ও আসিফ মাহমুদ।
সোমবারই বিএনপির একজন শীর্ষ নেত া এই আন্দোলন ঘির ে ঢাকায় বৃহত্তর আন্দোলনের ইঙ্গিতও দিয়েছিলেন।
বিএনপ ি মন ে করছে, বর্তমান সরকার সিট ি কর্পোরেশন ও নিজেদের ক্ষমত া ধর ে রাখত ে নান া কৌশলের পথ বেছ ে নিয়েছে । য ে কারণ ে আন্দোলনই একমাত্র সমাধান।
বিএনপির স্থায় ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন,” এখন পর্যন্ত দক্ষিণ সিট ি কর্পোরেশনের সাধারণ জনগণ এই আন্দোলনের সাথ ে সম্পৃক্ত আছে । এই আন্দোলন ে আমরাও ( বিএনপি ) সমর্থন করছি । সাধারণ মানুষের আন্দোলন ে একট া পর্যায় ে অবশ্যই আমাদের সক্রিয়ভাব ে দলগতভাব ে অংশগ্রহণ করত ে হব ে যদ ি সরকারের টনক ন া নড় ে”।
বিএনপির এই নেত া বলছেন, ইশরাকক ে শপথ পড়াত ে সংবাদ সম্মেলনসহ নানাভাব ে দাব ি জানিয় ে আসছ ে বিএনপি । কিন্ত ু তারপরও দাব ি আদায় ন া হওয়ায় আন্দোলনের দলগতভাব ে অংশ নেয়ার কথাও জানিয়েছেন তিনি।
নগর ভবন ে এই অবরোধ কর্মসূচ ি থেক ে স্থানীয় সরকার উপদেষ্ট া আসিফ মাহমুদের পদত্যাগও দাব ি করেন ইশরাক সমর্থকরা।
দুপুর ে সাভার ে এক অনুষ্ঠান উপদেষ্ট া আসিফ মাহমুদ বলেন,” সব সময় সরকার একট া বড ি হিসেব ে কাজ করে । এখান ে ব্যক্তিগত সিদ্ধান্ত নেয়ার সুযোগ নেই । বিশেষ কর ে এ ধরনের বড় ইস্যুগুলোতে । আর এই ধরনের ডিসিশনগুল ো এক া ব্যক্ত ি হিসেব ে আম ি নিচ্ছ ি এট া ভাবার সুযোগ নেই”।
বিশ্লেষকদের কেউ কেউ মন ে করছেন, চাপ প্রয়োগ কর ে এই ক্ষেত্র ে দাব ি আদায় কর া বিএনপির জন্য একট ু কষ্টসাধ্য হয় ে যেত ে পারে।
স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আব ু আলম শহীদ খান বিবিস ি বাংলাক ে বলেন,” এই আন্দোলনের মধ্য দিয় ে ইশরাক সাহেব শপথ নিত ে পারবেন না । আমার মন ে হয়, এই আন্দোলন কর ে সরকারক ে শপথ গ্রহণ ে বাধ্য কর া যাব ে ন া”।

রিট ও আইন ি জটিলতা
২০২০ সালের পহেল া ফেব্রুয়ার ি অনুষ্ঠিত নির্বাচন ে আওয়াম ী লীগের শেখ ফজল ে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনক ে প্রায় পৌন ে দুই লাখ ভোট ে পরাজিত করেন।
তব ে চলত ি বছরের ২৭ মার্চ একট ি নির্বাচন ি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল কর ে ইশরাক হোসেনক ে বৈধ মেয়র ঘোষণ া কর ে রায় দেন।
এর প্রেক্ষিত ে ২৭শ ে এপ্রিল নির্বাচন কমিশন ইশরাকক ে মেয়র ঘোষণ া কর ে গেজেট প্রকাশের পরদিন সুপ্রিম কোর্টের দুইজন আইনজীব ী একট ি লিগ্যাল নোটিশ দেয়।
পরদিন ২৮শ ে এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীব ী মো. মামুনুর রশিদের পাঠান ো একট ি লিগ্যাল নোটিশ ে আলোচিত রায় ও শপথ অনুষ্ঠান নিয় ে অনিয়মের অভিযোগ তোল া হয়।
এ নিয় ে রিট কর া হয় হাইকোর্টে । কমিশনের দেওয় া গেজেট স্থগিত চেয় ে রিটের ওপর মঙ্গলবার শুনানিও অনুষ্ঠিত হয় । শুনান ি শেষ ে বুধবার আদেশ দিব ে আদালত।
নিয়ম অনুযায় ী নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ অনুষ্ঠানের আয়োজন করে । কিন্ত ু এই শপথের তারিখ ঘোষণ া ঘিরেই আন্দোলন চালিয় ে যাচ্ছেন ইশরাক সমর্থকরা।
মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্ট া আসিফ মাহমুদ বলেন,” যেহেত ু নান া ধরনের আইন ি জটিলত া তৈর ি হয়েছে, মেয়াদ সংক্রান্ত জটিলত া তৈর ি হয়েছে, এই জটিলত া নিরসন ে আমর া আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছ ি”।
” আদালত ে আইন ি লড়াই লড়ত ে হব ে এব ং য ে জটিলতাগুল ো আছ ে সেগুল ো নিয় ে আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিত ে আমর া একট া সিদ্ধান্ত ে পৌছাত ে পারব ো”, যোগ করেন তিনি।
স্থানীয় সরকার বিশ্লেষকর া বলছেন, ঢাক া সিট ি কর্পোরেশনের ওই নির্বাচন ে মাত্র ৩০ শতাংশ ভোট পড়েছিল । ওই নির্বাচন নিয়েও ছিল নান া প্রশ্ন।
সাবেক সচিব আব ু আলম শহীদ খান বিবিস ি বাংলাক ে বলেন,” শুধ ু মেয়র দিয় ে ত ো সিট ি কর্পোরেশন চল ে না । ওই নির্বাচন ে যার া কাউন্সিলর হিসেব ে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিলেন, তার া যদ ি এখন একই ধরনের রায় চায় তাদের ক্ষেত্র ে ক ী সিদ্ধান্ত হব ে”?
” এই ধরনের নির্বাচন ে কেউ যদ ি মেয়র পদ ে বসেন তাহল ে বিগত সরকারের সময়ের নির্বাচনগুলোর বৈধতার প্রশ্নগুলোও সামন ে আসব ে”, যোগ করেন তিনি।
এদিক ে ইশরাক হোসেন সমর্থকদের এই কর্মসূচিত ে সমর্থন জানিয়েছ ে ঢাক া দক্ষিণ সিট ি শ্রমিক কর্মচার ী ইউনিয়নও।
বুধবার সকাল ১০টার মধ্য ে ইশরাকের শপথের বিষয় ে সিদ্ধান্ত নিত ে সরকারক ে আল্টিমেটাম দিয়েছ ে শ্রমিক কর্মচার ী ইউনিয়ন । ওই সময়ের মধ্য ে দাব ি আদায় ন া হল ে তার া কর্মবিরতিরও ঘোষণ া দিয়েছেন।