Source : BBC NEWS

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

ছবির উৎস, News

এক ঘন্ট া আগে

প্রধান উপদেষ্ট া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগ ভাবন া নিয় ে আলোচনার মধ্য ে বাংলাদেশের রাজনীত ি এক ধরনের অস্থির সময় পার করছে।

তব ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্ট া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয় ে দ ু’দিন ধর ে য ে জল্পনা-কল্পন া চলছিলো, সেট ি নাকচ কর ে দিয়েছেন পরিকল্পন া উপদেষ্ট া ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

উপদেষ্ট া পরিষদের এক বিবৃতিতেও অন্তর্বর্ত ী সরকারের অবস্থান জানান ো হয়েছে।

যদিও রাজনীতির গতিপথ কোনদিক ে যাচ্ছ ে সেট া এখন ো পরিষ্কার বোঝ া যাচ্ছ ে না।

শনিবার সন্ধ্যার পর রাষ্ট্রীয় অতিথ ি ভবন যমুনায় বিএনপি, জামায়াত ে ইসলাম ী ও জাতীয় নাগরিক পার্টির সাথ ে প্রধান উপদেষ্টার বৈঠক করার কথা।

উপদেষ্ট া পরিষদের ‘ অনির্ধারিত বৈঠক ‘

জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা

ছবির উৎস, CA Press Wing

শনিবার দুপুরে ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভার পর উপদেষ্ট া পরিষদের ‘ অনির্ধারিত বৈঠক ‘ হয়।

সভ া শেষ ে ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন,” উন ি ত ো চল ে যাবেন- বলেননি । প্রধান উপদেষ্ট া বলেছেন উন ি আমাদের সাথ ে থাকছেন, অন্য উপদেষ্টারাও থাকছেন ।”

” আমর া য ে কাজ করছি, আমাদের ওপর ে য ে দায়িত্ব দেওয় া হয়েছ ে স ে দায়িত্ব পালন ে অনেক প্রতিবন্ধকত া তৈর ি হয়েছে, কিন্ত ু আমর া সকল প্রতিবন্ধকত া কাটিয় ে আমাদের অর্পিত দায়িত্ব, এট া ত ো বড় দায়িত্ব, এটার ওপর নির্ভর করছ ে ভবিষ্যত, বহ ু বছরের ভবিষ্যত, এ দায়িত্ব ছেড় ে ত ো আমর া যেত ে পারব না ।”

তব ে প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ ে যেট া ঘুরেফির ে সামন ে আসছ ে সেট ি হচ্ছ ে দায়িত্ব পালন ে প্রতিবন্ধকতার ইস্য ু যেট া আজকের বৈঠকেও সামন ে এসেছ ে বল ে জানান মি. মাহমুদ ।

পরিকল্পন া উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টার পদত্যাগের জন্য বিভিন্ন দলের পক্ষ থেক ে যেসব দাব ি প্রসঙ্গ ে তিন ি সেট া দলীয়ভাব ে দাব ি কর া হয়েছ ে কিন া স ে প্রশ্ন রেখ ে উল্লেখ করেন ‘ ‘ সেরকম কিছ ু হল ে আমর া ত ো কেউ স্বপ্রণোদিত হয় ে এখান ে আসিনি, এই দায়িত্ব খুব উপভোগ্য দায়িত্ব না, সেরকম হল ে আমর া য ে কেউ পদত্যাগ করত ে পারতাম । কিন্ত ু আমাক ে বল া হয়েছে, আসল ে দলীয়ভাব ে এমন কোনও কথ া আসেনি, বর ং উল্টোটাই হবে ।’ ‘

গণমাধ্যমের খবর অনুযায়ী, এই ‘ অনির্ধারিত বৈঠক’ চলাকালীন’ জরুর ি কাজ আছ ে ‘ বল ে বেরিয় ে যান পরিবেশ উপদেষ্ট া সৈয়দ া রিজওয়ান া হাসান । তার বেরিয় ে যাওয়ার পরপর উপদেষ্ট া তৌহিদ হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্ট া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও বের হত ে দেখ া গেছ ে বল ে জান া যায়।

প্রধান উপদেষ্ট া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্ব ে আজকের বৈঠক ে ১৯ জন উপদেষ্ট া অংশ নেন।

‘ উপদেষ্ট া পরিষদের বিবৃত ি ‘

উপদেষ্ট া পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উই ং থেক ে একট ি বিবৃত ি প্রকাশ কর ে জানান ো হয়েছ ে” যদ ি পরাজিত শক্তির ইন্ধন ে এব ং বিদেশ ি ষড়যন্ত্রের অংশ হিসেব ে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনক ে অসম্ভব কর ে তোল া হয়, তব ে সরকার সকল কারণ জনসমক্ষ ে উত্থাপন কর ে পরবর্ত ী সিদ্ধান্ত গ্রহণ করবে ।”

‘ উপদেষ্ট া পরিষদের বিবৃত ি ‘ শিরোনামের সে বিবৃতিতে বলা হয়েছে––”আজ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব (নির্বাচন, সংস্কার ও বিচার) বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।”

সেখান ে উল্লেখ কর া হয়,” এসব দায়িত্ব পালন ে বিভিন্ন সময ় নান া ধরনের অযৌক্তিক দাব ি দাওয়া, উদ্দেশ্যপ্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এব ং কর্মসূচ ি দিয় ে যেভাব ে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত কর ে তোল া হচ্ছ ে এব ং জনমন ে সংশয ় ও সন্দেহ সৃষ্ট ি কর া হচ্ছে, ত া নিয় ে বিস্তারিত আলোচন া হয ় বৈঠকে ।”

” দেশক ে স্থিতিশীল রাখতে, নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয় ে নিত ে এব ং চিরতর ে এদেশ ে স্বৈরাচারের আগমন প্রতিহত করত ে বৃহত্তর ঐক্য প্রয়োজন বল ে মন ে কর ে উপদেষ্ট া পরিষদ ।”

এ বিষয় ে অন্তর্বর্ত ী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনব ে এব ং সরকারের অবস্থান স্পষ্ট করবে– – বলেও জানান ো হয় বিবৃতিতে।

” অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাক ে ধারণ করে । কিন্ত ু সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠ ু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমক ে বাধাগ্রস্ত কর ে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাক ে অসম্ভব কর ে তুলল ে সরকার জনগণক ে সঙ্গ ে নিয় ে প্রয়োজনীয ় সিদ্ধান্ত গ্রহণ করব ে”, বল া হয় এতে।

প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

তিন রাজনৈতিক দলের সঙ্গ ে বৈঠক

বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপ ি’র সাথ ে আজ সন্ধ্য া সাড় ে ৭টায় রাষ্ট্রীয় অতিথ ি ভবন যমুনায় বৈঠক ে বসেন প্রধান উপদেষ্ট া অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

জামায়াত ে ইসলামীর সঙ্গেও আজ রাতেই বৈঠক হওয়ার কথ া তার।

একই দিন ে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্ট ি ব া এনসিপ ি’র সঙ্গেও যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠকের কথ া শোন া যাচ্ছে।

এনসিপ ি’র যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানিয়েছেন, দলের আহ্বায়্ক নাহিদ ইসলামের নেতৃত্ব ে একট ি প্রতিনিধ ি দল আজ শনিবার রাত সাড় ে ৮টায় প্রধান উপদেষ্ট া ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ ে তার সঙ্গ ে সাক্ষাৎ করবেন।

বিএনপির সঙ্গ ে প্রথম ে সন্ধ্য া ৭টায় প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথ া ছিল । পর ে ত া পিছিয় ে সাড় ে ৭টায় নেওয় া হয়।

জামায়াত ে ইসলামীর সঙ্গ ে রাত ৮টায় প্রধান উপদেষ্টার বৈঠক হত ে পার ে বল ে জান া গেছে।

এদিকে, বিবিস ি বাংলাক ে এব ি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জ ু জানান, রোববারও কয়েকট ি দলের সঙ্গ ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, তিনিও আমন্ত্রণ পেয়েছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উই ং সূত্র জানিয়েছে, রোববার প্রধান উপদেষ্টার সঙ্গ ে কয়েকট ি দল বসবে, তব ে তার া কোন কোন দল ত া এখন ো ঠিক হয়নি।

এনসিপির প্রেস ব্রিফিং

ছবির উৎস, NCP

তব ে রাত ে প্রধান উপদেষ্টার সঙ্গ ে বৈঠকের তথ্য জানানোর আগেই শনিবার দুপুর ে ঢাকায় একট ি সংবাদ সম্মেলন কর ে জাতীয় নাগরিক পার্ট ি ব া এনসিপি।

সেখান ে জুলাই ঘোষণাপত্র, বিচার-সংস্কার ও নির্বাচন ি রোডম্যাপ একত্র ে প্রকাশ করার জন্য অন্তর্বর্ত ী সরকারের প্রত ি তাদের পক্ষ থেক ে আহ্বান জানান ো হয়েছে । সেই সাথ ে সেনাবাহিনীর প্রত ি আহ্বান জানিয়েছে, তাদের য ে কাজ সেটাই যেন তার া পালন করেন।

দলটির প্রধান নাহিদ ইসলাম বলেন,” শুধ ু নির্বাচন আয়োজন নয়, বর ং জুলাই গণহত্যাসহ বিগত সময়ের অপরাধসমূহের বিচার, রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারক ে নির্বাচনের দিক ে যেত ে হবে ।’ ‘

‘ ‘ তাই আমাদের আহ্বান থাকবে, ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ে থেকেই রাজনৈতিকভাব ে সকল পক্ষের সাথ ে আলোচন া কর ে একট ি সমাধানের দিক ে যাবেন । আমর া মন ে করি, নির্ধারিত সময়ের মধ্য ে জুলাই ঘোষণাপত্র, বিচার-সংস্কার এব ং নির্বাচন, এই তিনটির রোডম্যাপ একত্র ে প্রকাশ কর া উচিত । তাহল ে জনমন ে এব ং সকল রাজনৈতিক দলগুলোর মধ্য ে এক ধরনের স্বস্ত ি ও আস্থার জায়গ া তৈর ি হবে,’ ‘ বলেছেন নাহিদ ইসলাম।

জুলাই আন্দোলন ে অংশ নেওয় া ছাত্রদের প্রতিনিধ ি হিসেব ে য ে দুই উপদেষ্ট া ( মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ) অন্তর্বর্ত ী সরকার ে রয়েছে, তাদের সাথ ে জাতীয় নাগরিক পার্টির কোন ো সম্পর্ক নেই বল ে দাব ি করেন নাহিদ ইসলাম।