Source : BBC NEWS

বৃষ্টি

ছবির উৎস, Getty Images

বাংলাদেশের ১১টি জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০
কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূবার্ভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের
অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা
হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,
কুমিলা, কক্সবাজার, চট্টগ্রাম,
ময়মনসিংহ
এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে
৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে
বলা হয়েছে।

এদিকে, রোববার সকাল নয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য
দেওয়া পূর্বাভাসে সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

সেইসঙ্গে বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান
করছে— এ অবস্থায় রোববার ঢাকা, চট্টগ্রাম ও
সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা
হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি সারা
দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।