Source : BBC NEWS

যে ভবনে তাদের আটকে রাখা হয়েছিল

ছবির উৎস, DILEP GORE

এক ঘন্ট া আগে

বাংলাদেশের উত্তরবঙ্গের জেল া সিরাজগঞ্জের একট ি গ্রাম ে একজন নার ী ও একজন পুরুষক ে অপহরণের পর প্রায় ছয় মাস ধর ে ভবনের ভূ-গর্ভস্থ কক্ষ ে আটক ে রাখার অভিযোগ উঠেছে । স্থানীয় ব্যক্তির া এ ঘটনাক ে ‘ আয়নাঘরের’ সাথ ে তুলন া করেছেন।

অপহৃত ব্যক্তির া সুড়ঙ্গ খুঁড় ে ওই স্থান থেক ে বের হওয়ার পর এ ঘটন া জান া গেছে । এতদিন আগ ে এই ব্যক্তির া অপহরণের শিকার হলেও তার া বেরিয় ে আসার পর এখন প্রশাসন তদন্ত শুর ু করেছে।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্ত ি পল্ল ী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাতক ে গ্রেফতারের পর রিমান্ড ে নিয়েছ ে পুলিশ।

অপহৃত ব্যক্তিদের একজন মো. আব্দুল জুব্বারক ে গত আটই নভেম্বর এব ং শিল্প ী খাতুনক ে গত ১২ই ডিসেম্বর অপহরণ কর া হয়।

ওই সময় রায়গঞ্জ থানায় সাধারণ ডায়ের ি কর া হয়েছিলে া বল ে জানিয়েছেন ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা । এখন ভুক্তভোগীর া ফির ে আসার পর সেই থানায় অপহরণের দুইট ি মামল া দায়ের কর া হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার া তদন্ত শুর ু করেছে । অভিযুক্ত অন্য ব্যক্তিদের গ্রেফতার ে সচেষ্ট রয়েছ ে পুলিশ।

তব ে ভুক্তভোগীর া নিখোঁজ হওয়ার পর ে সাধারণ ডায়ের ি কর া হলেও কেন তাদের উদ্ধার কর া সম্ভব হয়ন ি জানত ে চাইল ে পুলিশ কর্মকর্তার া জানান, স ে সময় তদন্ত কর া হয়েছিল । এখনও আবার তদন্ত শুর ু কর া হয়েছে।

চান্দাইকোন া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বলছেন, গ্রামের ভিতর ে যেভাব ে ‘ আন্ডার গ্রাউন্ড ‘ তৈর ি করেছ ে ত া কল্পনাতীত।

বিবিস ি বাংলার অন্যান্য খবর:
ভুক্তভোগী আব্দুল জুব্বার

ছবির উৎস, BBC/COLLECTED

সম্পত্তির জন্য অপহরণের দাবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পূর্ব পাইকড় া গ্রামের ৮০ বছর বয়স ী মো. আব্বুল জুব্বারক ে গত বছরের আটই নভেম্বর অপহরণ কর া হয়েছিল।

সেই সময় পরিবারের পক্ষ থেক ে ঘটনার চার দিন পর ে রায়গঞ্জ থানায় একট ি সাধারণ ডায়ের ি কর া হয়।

তব ে এই ছয় মাস ে কোন খোঁজ পাওয় া যায়ন ি মি. জুব্বারের । গত শুক্রবার গভীর রাত প্রায় দেড়টায় তার া মুক্ত হন।

অভিযুক্ত পল্ল ী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাতের বাড় ি পশ্চিম লক্ষীকোল া গ্রামে । এ গ্রামের বাজার ে তিন ি রোগীদের পরামর্শ দিয় ে থাকেন।

তব ে অপহরণের পর অন্য আরেকট ি গ্রাম ে নিয় ে রাখ া হয় বল ে জানিয়েছেন ভুক্তভোগীরা।

সোনারাম মধ্যপাড় া গ্রামের সুমন সেখের পাক া ভবনের ভূ-গর্ভস্থ কক্ষ ে রাখ া হয় মি. জুব্বারকে ।

স্থানীয় সাংবাদিকর া জানান, ভবনের মালিক মূলত সুমন সেখ । তার কাছ থেক ে ভাড় া নিয় ে ভবনের নিচের ফ্লোর ে ছোট ছোট কক্ষ তৈর ি করেন অভিযুক্ত পল্ল ী চিকিৎসক মি. আরাফাত ।

তিন ি ও তার কিছ ু লোকজন গভীর রাত ে এ বাড়িত ে আসা-যাওয় া করতেন।

মি. জুব্বারের নাত ি মো. হাফিজুর রহমান বিবিস ি বাংলাক ে ঘটনার বিবরণ দিয় ে বলেন,” লক্ষীখোল া বাজার ে বিকাল ে আরাফাত ডাক্তারের ( অভিযুক্ত ব্যক্তি ) কাছ থেক ে ওষুধ আনত ে যায় দাদা । পর ে সন্ধ্য া পার হইয় া রাতেও বাড় ি ফের ে নাই ।”

” চাইর দিন খুঁইজ া আমর া থানায় জিড ি করছি । আমর া তার ে ( আরাফাত ডাক্তার ) সন্দেহও কর ি নাই” বলেন মি. রহমান ।

তিন ি জানান, ভুক্তভোগ ী মি. জুব্বার ফির ে আসার পর জানিয়েছেন পল্ল ী চিকিৎসক মি. আরাফাত তাক ে অপহরণ করেছেন।

আটক থাকাকালীন তাক ে শারীরিকভাব ে নির্যাতন কর া হয়েছ ে বলেও অভিযোগ করেছেন মি. রহমান ।

তিন ি বলেন,” ফেরার পর দাদ া বলছ ে বাজার থেক ে আরাফাত ডাক্তারের মটর সাইকেল ে কইর া তার ে নিয় া গেছে । তার ে নির্যাতন করছে । চাক ু দিয় া ডান পায়ের উরুত ে জখম করছে । শরীরের বিভিন্ন জায়গায় তার ে মারছে ।”

কেন ব া কোন উদ্দেশ্য ে ভুক্তভোগ ী মি. জুব্বারক ে অপহরণ কর া হয়েছিল, এমন প্রশ্ন ে মি. রহমান দাদার বরাত দিয় ে জানান জায়গ া- জমি, সব সম্পত্ত ি লিখ ে দেওয়ার জন্য তাক ে অপহরণ কর া হয়েছে।

” দলিলের মত সাদ া কাগজ নিয় া তার া মাইর া দাদার ে বলতে া জায়গা-জম ি লিখ ে দিতে, স্বাক্ষর কইর া দিত ে” বলেন মি. রহমান ।

তব ে তিন ি জানান, অভিযুক্ত ব্যক্তির সাথ ে ভুক্তভোগীর জায়গ া- জম ি সংক্রান্ত কোনে া পুরোনে া বিরোধ নেই।

ভুক্তভোগী নারী শিল্পী বেগম

ছবির উৎস, DILEP GORE

কাঁচ ি দিয় ে খোঁড় া সুড়ঙ্গ দিয় ে মুক্তি

এক মাস পর আরেকজন অপহৃত শিল্প ী খাতুনক ে মি. জুব্বারের ওই রুম ে নিয় ে আস া হয়।

এই ভুক্তভোগীর বাড় ি আবার অন্য গ্রামে । লক্ষ্ম ী বিষ্ণ ু প্রসাদ গ্রামের বাসিন্দ া ভুক্তভোগ ী শিল্প ী খাতুন।

মিজ খাতুনই মূলত ওই ভূ-গর্ভস্থ স্থান থেক ে বের হওয়ার উপায় বের করেন।

মুক্ত হওয়ার পর ভুক্তভোগ ী নার ী স্থানীয় জনগণের কাছ ে তাদেরক ে আটক ে রাখার অভিযোগ কর ে বেশ কয়েকজনের নাম জানান।

তিন ি জানান, পল্ল ী চিকিৎসক আরাফাত, কামরুল, শরীফুল, হাফিজুল, পান্না, আছিয়া, মোমিন, মাসুদ, ফারুক এ কয়েকজনক ে তিন ি আটকাবস্থায় দেখেছেন।

মিজ খাতুন বলেন,” সুঁই দিয় া অজ্ঞান কইর া রাখছে । একমাস কনে কন ে ( কোথায়, কোথায় ) রাইখছ ে কইবার পারম ু না । খাল ি অজ্ঞান হইরা হইর া ( কর ে করে ) রাখছে । যেই জ্ঞান ফিরছ ে কিছুক্ষণ ফর ে আবার অজ্ঞান হরছে । একমাস পর এই জায়গাত নিয় া আইছে ।”

” অজ্ঞান অবস্থার পর ে দেখ ি আমার হাত বান্ধা, মুহ ে স্টেপ ( স্কচটেপ ) দেওয়া । পর ে খুইল া দিছে । খুইল া দেওয়ার পর ে ভাত খিলাই খিলাই ( খাইয় ে খাইয়ে ) আবার অজ্ঞান হরে । ক ি হর ে ন া হর ে আম ি কিচ্ছ ু জান ি না । এভাব ে তিন-চার মাইস পর ে কইছ ি বাব া আমাক ে আর অজ্ঞান হরিছ না । তারপর আর কর ে নাই” বলেন মিজ খাতুন।

ভুক্তভোগ ী এই নার ী জানান, তিন ি য ে কক্ষ ে ছিলেন সেখান ে বয়স্ক একজন চাচাও তার সাথ ে ছিল।

ওই ব্যক্তির শরীর ে ঘ া থাকার কারণ ে ত া পরিষ্কার করত ে একট ি ছোট কেচ ি দেওয় া হয় তাকে।

এই কেচির মাধ্যমেই চার দিন ধর ে মাট ি খুঁড় ে গর্ত কর ে তার া ওই স্থান থেক ে বের হত ে সক্ষম হয়েছেন।

” বুড় া চাচ া আছিল আতে । হেই বুড়াডার পাঁছ া সেক দিছিল । পাঁছাত ঘ া হইছিল । পরিষ্কার করার জন্য একট া কেচ ি দেয় । তখন আম ি চিন্ত া করলাম এই কেচ ি আমার জান বাঁচাইব । আম ি এই কেচ ি দিয় া চার দিন ভইর া মাট ি খুঁইর া খুঁইরা….. ছেড় া যখন ভাত দিবার যায়……. তখন ওড়ন া মাথায় দিয় া এইভাব ে থাক ি”, স্থানীয়দের ধারণ কর া একট ি ভিডিওত ে এভাবেই ঘটনার বর্ণন া দেন মিজ খাতুন।

পাক া ভবনের একট ি কক্ষের নিচের খুব সঙ্কীর্ণ কক্ষ ে অপহৃত মিজ খাতুন ও মি. জুব্বারক ে রাখ া হয়েছিল বল ে জানান তিনি।

” জায়গাট া হইলে া চাইর হাত লম্বা, তিন হাত ওষাড়…. । ওই জায়গায় পেশাপ, পায়খান া সবকিছু । জানালার য ে গ্রিল ওইটাই দরজা, তাল া মার া থাকে । ওইটার তল ে দিয় া ভাত দেয় । এইট া ( কাঁচি ) দিয় া চার দিন ভইর া খুঁড়ছ ি” বলেন মিজ খাতুন।

ভুক্তভোগ ী মি. জুব্বার বৃদ্ধ হওয়ায় নিজ ে এক া মাট ি খুঁড়েছেন মিজ খাতুন । আর মি. জুব্বার খোঁড় া মাট ি পাশ ে সরিয় ে রেখেছেন । যাত ে সহজ ে পথ তৈর ি হয়।

তব ে চারদিন মাট ি খুঁড় ে গর্ত তৈর ি করার পর কাঁট া ছড়ানে া ছিল বল ে দেখত ে পান তারা।

পর ে সেগুলোক ে সরাতেই সামন ে অন্ধকার দেখ ে ধীর ে ধীর ে বের হয় ে আসেন।

অনেক দূর হেঁট ে যাওয়ার পর গ্রামের একট ি দোকান ে তিন জন ব্যক্তিক ে দেখত ে পান তারা।

তাদের কাছ ে মিথ্য া কথ া ও বিপদ ে পড়ার কথ া বল ে মোবাইল ফোন চান।

” অনেক দূর গিয় া দেখ ি একট া দোকান ে তিন জন মানুষ । মিছ া কত া কইছি, বিপদ । পর ে আমার বাড়িওলার ে ( স্বামী ) ফোন দিছি, আইস া আমার ে নিয় া গেছ ে” বলেন মিজ খাতুন।

তব ে তাক ে ঠিক ক ী কারণ ে অপহরণ কর া হয়েছ ে এমন প্রশ্ন ে তিন ি বলেন,” কিছ ু কয় নাই । খাল ি কয় কিডন ি বেইচ া দিম ু তোর ।”

শুক্রবার দিবাগত রাত ে ভুক্তভোগীর া মুক্ত হওয়ার পরই চিহ্নিত বাড়িটির সাথের একট ি টিনের ঘর ে শুক্রবার দিন ে আগুন লাগিয় ে দেয় গ্রামের বিক্ষুব্ধ বাসিন্দারা।

বিবিস ি বাংলার যত খবর
আইন ও আদালত

ছবির উৎস, Getty Images

পুলিশ ক ী বলছে?

এ ঘটনায় এখন পর্যন্ত দুই ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেক ে থানায় দুইট ি অপহরণের মামল া কর া হয়েছে । শনিবার মামলাগুলে া কর া হয়েছে।

একট ি মামল া করেছেন মি. জুব্বারের ছেল ে মো. শফিকুল ইসলাম।

এ মামলায় অভিযুক্ত পল্ল ী চিকিৎসক, বাড়ির মালিকসহ ছয় জনের নাম উল্লেখ কর া হয়েছে । এছাড় া অজ্ঞাত আরও পাঁচ থেক ে ছয় জনক ে আসাম ি কর া হয়েছে।

এছাড় া মিজ. খাতুনের স্বাম ী মনসুর আল ী বাদ ী হয় ে য ে মামল া করেছেন তাত ে ১৩ জনক ে আসাম ি কর া হয়েছে।

ওই দুই মামলায় অভিযুক্ত পল্ল ী চিকিৎসকক ে গ্রেফতার দেখানে া হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত া ( ওসি ) মো. আসাদুজ্জামান বিবিস ি বাংলাক ে জানান, আজ রোববার আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছ ে আদালত।

তব ে ভুক্তভোগীর া অপহরণ হওয়ার পর কর া জিড ি অনুযায় ী পুলিশ কেন কিছ ু করত ে পারেন ি এমন প্রশ্ন এড়িয় ে তিন ি জানান, স ে সময় আইন-শৃঙ্খল া বাহিন ী তদন্ত করেছিল।

আয়নাঘর?

ভুক্তভোগীদের দাব ি অনুযায়ী, য ে ঘর ে তাদের রাখ া হয়েছ ে স ে ঘরট ি একতল া ইটের ভবনের নিচ ে অবস্থিত।

এ ঘরটিক ে এলাকার স্থানীয় মানুষ ‘ আয়ন া ঘর ‘ এর সাথ ে তুলন া করছে।

বাংলাদেশ ে গণ অভ্যুত্থান ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্র ী শেখ হাসিনার শাসনামল ে গুম কর া ব্যক্তিদের কিছ ু গোপন বন্দিশালায় আটক ে রাখ া হতো।

এসব বন্দীশালাই আয়ন া ঘর নাম ে পরিচিত পায় । এসব ঘর খুবই সঙ্কীর্ণ এব ং একজন ব্যক্তির বসবাসের অনুপযোগী।

পাঁচই অগাস্ট শেখ হাসিনার পতনের পর এরকম গোপন বন্দিশালাগুলোর সন্ধান মিলত ে শুর ু করে।

এসব বন্দিশাল া থেক ে মুক্ত হওয় া ব্যক্তির া জানান, বছরের পর বছর কেউ কেউ পাঁচ বছর কেউ আবার আট বছর পর্যন্ত বন্দ ী ছিলেন এসব বন্দিশালায়।

আবার কেউ কেউ নিখোঁজ হওয়ার পর এখন পর্যন্ত আর ফির ে আসেননি।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন বিবিস ি বাংলাক ে বলেন,” নির্মাণাধীন ঘরের ভেতর ে এটা । মাটির নিচ ে না । মাটির নিচ ে বলত ে ক ী আসল ে সমতল থেক ে নিচের ঘর ।”

অন্য আসামিদের গ্রেফতার করত ে অভিযান অব্যাহত রয়েছ ে বল ে জানান তিনি।

” এ ধরনের মিসি ং আরও জিড ি আছ ে ক ী ন া ত া খুঁজ ে দেখছ ি আমরা । এ বিষয় ে আমর া আরে া বেশ ি সোচ্চার হচ্ছি । য ে এরকম কোন ঘটন া থাকল ে আমর া ইনভেস্টিগেট কর ে দেখবে া” বলেন মি. হোসেন ।

চান্দাইকোন া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান জানান, তিন ি ভুক্তভোগ ী আব্দুল জুব্বারক ে খুব ভালোভাব ে চেনেন।

নিখোঁজ হওয়ার পর ছয় মাস আগ ে তার নেতৃত্বেই থানায় জিড ি কর া হয় বল ে জানান তিনি।

মি. খান বলেন,” পেপার -পত্রিকায় দেয়ার পরেও এতোদিন কোন সন্ধান পাওয় া যায়নি । শেখ হাসিন া য ে আয়নাঘর করছিলে া সেটাও আমর া দেখছি । কিন্ত ু এই রকমভাব ে একট া গ্রামের ভিতর ে ভয়ানক আকার ে শহরেও ন া এইরকম একট া আন্ডার গ্রাউন্ড তৈর ি করছ ে এট া কল্পনাতীত ।”

” এই আন্ডার গ্রাউন্ডের যার া প্রতিষ্ঠাত া এই বাড়িসহ যার া আছ ে এর া প্রশ্রয়দাতা । আম ি আরাফাতসহ সকলের ফাঁসির দাব ি জানাচ্ছি । জোরালে া দাব ি জানাই তার যেন ফাঁস ি হয় । আইন যেন তাদের দৃষ্টান্তমূলক শাস্ত ি দেয় এই দাব ি জানাচ্ছ ি” বলেন মি. খান ।

বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনেককে এরকম ঘরে দিনের পর দিন আটকে রাখা হতো বলে অভিযোগ রয়েছে, যাকে আয়নাঘর বলে বর্ণনা করা হয়

ছবির উৎস, Sanjida Islam

‘ সমাজের দীর্ঘদিনের ঘটনার প্রেক্ষাপট ‘

সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হকের মত ে প্রান্তিক পর্যায়ের মানুষ নানাভাব ে তার থেক ে এগিয় ে থাক া মানুষগুলোর নিপীড়নের শিকার হয়।

কারণ এক্ষেত্র ে অপরাধীর প্রভাবশীল ও প্রশাসনের ব্যক্তিদের সাথ ে সম্পর্ক প্রভাব ফেলে । এজন্য অতীতের এ ধরনের ঘটনাগুলোর বিচার নিশ্চিত ন া কর া প্রধানত দায়ী।

মি. হক বিবিস ি বাংলাক ে বলেন,” যে ব্যক্ত ি অপহরণ হয়েছ ে তার স্বজনর া হয়তে া এলাকার প্রভাবশাল ী বা আইন-শৃঙ্খল া বাহিনীর কাছ ে গিয়েছে । কিন্ত ু কেউ তার কথায় কর্ণপাত করেনি । কারণ অপহরণকার ী চিকিৎসকের প্রভাব বিস্তার করার ক্ষমত া আছে । ব া যাদের কাছ ে গিয়েছ ে তাদের সাথ ে তার সংযোগ আছে ।”

” বর ং তাক ে বলেছ ে স ে য া চায় তাক ে দিয় ে দিও । তাক ে বলেছ ে হয়তো, উন ি চায় তুম ি দিয় ে দাও । উল্ট া বিপরীত পরিস্থিত ি তৈর ি করেছ ে” বলেন মি. হক ।

এ ঘটন া একদিনের তৈর ি নয় বর ং সমাজের দীর্ঘদিনের ঘটনার প্রেক্ষাপট বল ে উল্লেখ করেন মি. হক ।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধ ে আনীত অভিযোগের দ্রুত আইন ি সুরাহ া ন া কর া ঘটনার পুনরাবৃত্ত ি বাড়াচ্ছ ে বল ে মন ে করেন মি. হক ।

” একইসাথ ে সামাজিকভাব ে এ ধরনের অপরাধের স্পৃহ া বাড়িয় ে দিচ্ছে । কারণ বিচার ন া হওয় া মান ে অপরাধ কর ে পার পেয় ে যাওয়ার মনোভাব তৈর ি হওয়ার উপসর্গ”, বলেন এই অপরাধ বিশেষজ্ঞ।