Source : BBC NEWS

ছবির উৎস, Shahriar Alam Shammo/Facebook
ঢাক া বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দ ী উদ্যান ে মঙ্গলবার রাত ে ধারাল ো অস্ত্রের আঘাত ে মার া গেছেন একই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী । তার মৃত্যুক ে ঘির ে রাত থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ে বিক্ষোভ ে নাম ে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষ া ও গবেষণ া ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থ ী শাহরিয়ার আলম সাম্য একট ি হল শাখ া ছাত্রদলের নেতাও ছিলেন।
নিজ সংগঠনের নেতার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায় দেখছ ে ছাত্রদল । স ে কারণ ে অবিলম্ব ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিত ে তার া বুধবার ক্যাম্পাস ে আন্দোলনও করেছ ে সংগঠনটি।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপত ি রাকিবুল ইসলাম রাকিব বিবিস ি বাংলাক ে বলেছেন,” এই ঘটনায় ভিস ি ও প্রক্টর স্যারের গাফিলত ি রয়েছে । এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণ ে তাদের নিজ থেক ে সর ে যাওয় া উচিত বল ে আমর া মন ে করি ।”
তব ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে, য ে জায়গাটিত ে হামলার ঘটন া ঘটেছ ে সেট ি বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে । বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেক ে একট ি তদন্ত কমিট ি গঠন কর া হয়েছে।
এই ঘটনার পর সোহরাওয়ার্দ ী উদ্যানের নিরাপত্ত া বাড়ানোর উদ্যোগ নেয় া হয়েছ ে বল ে বিবিস ি বাংলাক ে জানিয়েছেন ঢাক া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
এই হত্যাকাণ্ডের পর নিহতের বড় ভাই রাজধানীর শাহবাগ থানায় একট ি হত্য া মামল া দায়ের করেছেন।
এদিকে, হত্যায় জড়িত সন্দেহ ে তিনজনক ে আটকের কথ া জানিয়েছ ে পুলিশ । তাদের প্রাথমিকভাব ে জিজ্ঞাসাবাদও চলছে । আটকদের কেউই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ ী ন া বলেও পুলিশ জানিয়েছে।

ছবির উৎস, Getty Images
ক ী হয়েছিল সোহরাওয়ার্দ ী উদ্যানে?
শাহরিয়ার আলম সাম্য ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থ ী এব ং এফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন । তার বাড় ি সিরাজগঞ্জের উল্লাপাড় া উপজেলায়।
সাম্যর সহপাঠীর া জানান, তিন ি ঢাক া বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশন া সম্পাদক ছিলেন।
কীভাব ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনাট ি ঘটল ো জানত ে বিবিস ি বাংল া ঘটনাস্থল ে থাক া তার সহপাঠী, পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গ ে কথ া বলেছে।
তার একাধিক সহপাঠ ী বিবিস ি বাংলাক ে জানান, রাত ে মোটরসাইকেল নিয় ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দ ী উদ্যানের ভেতর যাচ্ছিলেন সাম্য । এসময় অন্য একট ি মোটরসাইকেলের সঙ্গ ে তার মোটরসাইকেলের ধাক্ক া লাগল ে উভয়ের মধ্য ে কথ া কাটাকাট ি ও ধস্তাধস্ত ি হয়।
সাম্যর সহপাঠ ী শাহেদ হোসেন বিবিস ি বাংলাক ে বলেন,” আমাদের একট া নবীনবরণ অনুষ্ঠান ছিল । তখন আমর া এক সাথেই ছিলাম । ওখান থেক ে সাম্যসহ আমাদের তিনজন বন্ধ ু সোহরাওয়ার্দ ী উদ্যান ে যায় ।”
” সোহরাওয়ার্দ ী উদ্যানের মন্দিরের গেটের ভেতর ে একট া বসার মত ো জায়গ া আছে । ওই জায়গায় তিন-চারজন বহিরাগতের সাথ ে ওদের ( সাম্য ও তার বন্ধুদের ) তর্কাতর্কির ঘটন া ঘটে । এক পর্যায় ে তাদের সাথ ে ওর হাতাহাতিও হয় ।”
তিন ি জানান, সাম্যর া ছিলেন তিনজন । যখন বহিরাগতদের একট া অংশের সাথ ে ধাক্কাধাক্ক ি হয় তখন তাদেরই আরেকট া গ্রুপও সেখান ে এস ে সাম্যদের সঙ্গ ে হাতাহাতিত ে জড়ায়।
সাম্যর বন্ধ ু শাহেদ বলেন,” আসল ে ওর া ( সাম্যরা ) বোঝ ে নাই ওর া ( যাদের সঙ্গ ে বিরোধ হয় ) এতজন ছিল ওখানে । ওর া যখন দেখল আমাদের বন্ধুর া সবাই ক্যাম্পাসের, আমাদের সাথ ে গ্যাঞ্জাম কর ে পারব ে না, তখন ওর া বাইক ে স্টার্ট দিয় ে চল ে যাওয়ার উদ্যোগ নিলো ।”
তিন ি যোগ করেন,” যাওয়ার সময় একজনের হাত ে স্ট্যাব ( ছুরিকাঘাত ) করার মত ো কিছ ু একট া ছিল । তখন ওট া দিয় ে স্ট্যাব কর ে ওরা । আঘাত করার পরই ওখান থেক ে বের হয় ে যায় বহিরাগতরা । তখনই ধারাল ো অস্ত্রের আঘাত ে সাম্য’র কার্ডিয়াক অ্যারেস্ট হয় সম্ভবত ।”
” এরপরই ওর শরীর থেক ে অনেক রক্ত বের হয় ে যায় । আমর া বন্ধুর া তাক ে ঢাক া মেডিকেল কলেজ হাসপাতাল ে নেয়ার পর তাক ে মৃত ঘোষণ া কর ে ডাক্তারর া”, বলছিলেন শাহেদ।
মামলার এজাহার ে য া আছে
ঘটনার পরদিন বুধবার সকাল ে নিহত সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একট ি হত্য া মামল া দায়ের করেন । মামলায় অজ্ঞাতনাম া ১০ থেক ে ১২ জনক ে আসাম ি কর া হয়েছে।
মামলার এজাহার ে বল া হয়, মঙ্গলবার দিবাগত রাত পৌন ে ১১টার দিক ে সাম্য তার বিশ্ববিদ্যালয়ের বন্ধ ু আশরাফুল আলম রাফ ি ও আব্দুল্লাহ আল বায়েজিদক ে নিয় ে মোটরসাইকেল ে কর ে সোহরাওয়ার্দ ী উদ্যান থেক ে বিশ্ববিদ্যালয়ের ফিরছিলেন।
তখন সোহরাওয়ার্দ ী উদ্যানের ভেতর ে থাক া রমন া কাল ি মন্দিরের উত্তর পাশের বটগাছের নিচ ে ১২জন তাদের মোটরসাইকেল দিয় ে সাম্যর মোটরসাইকেল ে ধাক্ক া দিয় ে ফেল ে দেয়।
এসময় সাম্য এর কারণ জানত ে চাইল ে ওই ১০/১২জন পূর্বপরিকল্পিতভাব ে সাম্য ও তার বন্ধুদের ইট দিয় ে আঘাত কর ে ও কিল-ঘুষ ি মারত ে থাকে।
এসময় তাদের মধ্য ে থেক ে একজন সাম্যক ে হত্যার উদ্দেশ্য ে ধারাল ো অস্ত্র দিয় ে আঘাত করে, একই সময় সাম্যর বন্ধুর হাতের কব্জিতেও কোপ দেয় া হয় বল ে এজাহার ে উল্লেখ কর া হয়।
সাম্য রক্তাক্ত ও জখম অবস্থায় মাটিত ে পড় ে গেল ে দুষ্কৃতকারীর া তাক ে ও তার বন্ধুদের বিভিন্ন ধরনের ভয়ভীত ি ও হুমক ি দিয় ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তীত ে ভিকটিমক ে তার বন্ধুর া উপস্থিত লোকজনের সহায়তায় উদ্ধার কর ে চিকিৎসার জন্য ঢাক া মেডিকেল কলেজ হাসপাতাল ে নিয় ে গেল ে কর্তব্যরত চিকিসৎক তাক ে মৃত ঘোষণ া করেন বল ে উল্লেখ কর া হয় মামলার এজাহারে।
এই মামলার তদন্ত কর্মকর্ত া শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান বিবিস ি বাংলাক ে বলেন,” আমর া ওই ঘটন া নিয় ে এরইমধ্য ে কাজ শুর ু করেছি । এরই মধ্য ে তিনজনক ে আটক কর ে রিমান্ড চাওয় া হয়েছে ।”

তিনজন আটক, য া বলছ ে পুলিশ
মঙ্গলবার রাত ে হত্যার ঘটনার পরপরই জড়িতদের আটক ে অভিযান চালান ো হয় বল ে জানায় পুলিশ।
ডিএমপির মিডিয় া বিভাগের ডিস ি মুহাম্মদ তালেবুর রহমান খান জানান, বুধবার সকাল ে শেরেবাংল া নগর থান া এলাকায় অভিযান পরিচালন া কর ে তিন জনক ে গ্রেফতার কর া হয়েছে । ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এব ং জড়িত অন্যান্যদের গ্রেফতার ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই মামলার তদন্তকার ী কর্মকর্ত া তৌফিক হাসান বিবিস ি বাংলাক ে বলেন,” সোহরাওয়ার্দ ী উদ্যানের কাল ি মন্দিরের গেট ে বহিরাগতদের সাথ ে কাটাকাটির এক পর্যায় ে ধারাল ো অস্ত্র দিয় ে আঘাত কর ে বহিরাগত আসামিরা । আমাদের য ে প্রাথমিক য ে ফাইন্ডি ং তাত ে যতটুক ু বুঝত ে পেরেছ ি পূর্ব কোন ো শত্রুত া তাদের মধ্য ে ছিল না ।”
ঘটনাস্থল ে থাক া সাম্যর বন্ধ ু ও আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ে আটককৃত তিন জনের সম্পৃক্তত া পাওয় া গেছ ে বল ে বিবিস ি বাংলাক ে জানিয়েছেন পুলিশ কর্মকর্ত া মি. হোসেন ।
তিন ি বিবিস ি বাংলাক ে বলেন,” আম ি তাদের বন্ধুদের সাথ ে কথ া বলেছি । আটককৃতদের সাথ ে কথ া বলেছি । তাদের মধ্য ে পূর্ব শত্রুত া ছিল না । তুচ্ছ ঘটন া থেকেই এই ঘটনার সূত্রপাত ।”
এই তদন্তকার ী কর্মকর্তার বিবিস ি বাংলাক ে বলেছেন,” যে তিনজনক ে ধর া হয়েছে- তার া মাদক সেবনের উদ্দেশ্য ে আসছিল এট া আম ি শতভাগ কনফার্ম ।”

মুখোমুখ ি ছাত্রদল-বিশ্ববিদ্যালয় প্রশাসন
ময়নাতদন্ত শেষ ে বুধবার দুপুর ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ে সাম্যের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এত ে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, ছাত্রদল সভাপত ি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরাও।
জানাজ া শেষ ে দাফনের জন্য সাম্যের লাশ গ্রামের বাড় ি সিরাজগঞ্জ ে নেওয় া হয় । সেখান ে দ্বিতীয় জানাজ া শেষ ে পারিবারিক কবরস্থান ে তার দাফন সম্পন্ন হব ে বল ে জানিয়েছেন তার বন্ধ ু ও স্বজনরা।
এর আগে, মঙ্গলবার রাত ে ছাত্রদল নেত া সাম্য হত্যার ঘটনাট ি ক্যাম্পাস ে ছড়িয় ে পড়ল ে রাত আড়াইটার দিক ে বিক্ষোভ মিছিল ও বিশ্ববিদ্যালয়ের ভিস ি চত্বরের সামন ে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
সমাবেশ ে শিক্ষার্থীদের নিরাপত্ত া দিত ে ব্যর্থতার অভিযোগ তুল ে ঢাক া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাব ি কর ে ছাত্রদল।
সেই সময়ের কিছ ু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ে ছড়িয় ে পড়ে । যাত ে দেখ া যায়, উপাচার্যের বাড়ির সামন ে বিক্ষোভ চলাকালেই বাস া থেক ে বের হয় ে আসেন উপাচার্য নিয়াজ আহমেদ । সেখান ে উপাচার্যের সাথ ে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্ম ী ও শিক্ষার্থীদের কথ া কাটাকাট ি হয়।
পর ে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিত ে বুধবার বেল া সাড় ে ১১টার দিক ে ঢাক া বিশ্ববিদ্যালয়ের রাজ ু ভাস্কর্যের সামন ে বিক্ষোভ সমাবেশ কর ে ছাত্রদল । ছাত্রদল নেতাকর্মীদের টার্গেট কর ে হত্য া কর া হচ্ছ ে বল ে সমাবেশ ে অভিযোগ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
এসময় ক্যাম্পাস ে শিক্ষার্থীদের নিরাপত্ত া দিত ে ন া পারার অভিযোগ ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাব ি করেছেন বিক্ষোভকারীরা।
ছাত্রদল সভাপত ি রাকিবুল ইসলাম রাকিব বিবিস ি বাংলাক ে বলেন,” সোহরাওয়ার্দ ী উদ্যান ও ক্যাম্পাসের নিরাপত্ত া নিয় ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগ ে থেকেই সতর্ক করেছিল ছাত্রদল । যদ ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগ ে থেকেই সতর্ক থাকত ো তাহল ে হয়ত ো সাম্যক ে প্রাণ দিত ে হত ো না ।”
তব ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সোহরাওয়ার্দ ী উদ্যান ঢাক া বিশ্ববিদ্যালয়ের অধীন ে ন া থাকায় নিরাপত্তার বিষয়ট ি নিয় ে তার া উদ্যোগ নিত ে পারেননি।
শাহরিয়ার আলম সাম্যর মৃত্যুর ঘটন া তদন্ত ে সাত সদস্যের কমিট ি গঠন করেছ ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । কল া অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানক ে কমিটির আহ্বায়ক কর া হয়েছে।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিবিস ি বাংলাক ে বলেন,” ঢাক া বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের অংশ হিসেব ে বহিরাগতদের ক্যাম্পাস প্রবেশ নিষিদ্ধের উদ্যোগ আমর া নিয়েছিলাম যখন তখন অনেক ে আমাদের এই উদ্যোগক ে ভালোভাব ে দেখেননি । তারপরও আমর া সেই চেষ্ট া করেছ ি ক্যাম্পাসের নিরাপত্তার জন্য ।”
তিন ি জানান, এই ঘটনার পর পুলিশ, সিট ি কর্পোরেশনসহ বিভিন্ন কর্তৃপক্ষের সাথ ে পরামর্শ কর ে নিরাপত্ত া নিশ্চিতের উদ্যোগ নেব ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।