Source : BBC NEWS

বাংলাদেশি দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবির উৎস, ANI

৫৮ মিনিট আগে

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এই ঘটনার জেরে দুইজন ভারতীয় নাগরিককে আটকে রাখেন স্থানীয়রা। পরে ওই দুজনকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে সোপর্দ করেন তারা।

বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিরল উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব ইশতিয়াক আহমেদ।

এনিয়ে দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান-বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান-উল ইসলামের বরাত দিয়ে বাসস জানিয়েছে, সৃষ্ট ঘটনা নিরসনে ভারতের ৯১ বিএসএফ এর অধিনায়কের সাথে কথা হয়েছে।

উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে উভয় দেশের নাগরিকদের বিনিময় করা হতে পারে।

বিএসএফ’র ধরে নিয়ে যাওয়া দু’জন বাংলাদেশি নাগরিকরা হলেন দিনাজপুর বিরল উপজেলার কাঠালিয়া গ্রামের ইসরাইল হোসেনের পুত্র মো. এনামুল হক (৫৫) ও তার পুত্র মো. মাসুদ রানা (২৬)।

স্থানীয় সূত্র বলছে, আটককৃত দুই বাংলাদেশি সীমান্তের কাছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছিলেন।

এসময় ভারতীয় কাটাবাড়ী ক্যাম্পের সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ তাদেরকে ধরে নিয়ে যায়। একইসময়ে দুইজন ভারতীয় নাগরিককে আটকে রাখেন এলাকাবাসী।

তারা হলেন, ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার অনন্তপুর গ্রামের সুরেণ টুডুর পুত্র অবিনাশ টুডু (২২) ও একই গ্রামের নুরদুছ সরেন এর পুত্র ফিলিপ সরেন (৩৩)।

পরে বিকেল সোয়া চারটার দিকে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা বিজিবির ক্যাম্পে ছিলেন।

আরও পড়তে পারেন:

গত দুই সপ্তাহে এধরনের অন্তত আরও দুটো ঘটনা গণমাধ্যমে খবর হয়েছে।

এর আগে এপ্রিলের শেষের দিকে ভারতীয় সীমান্তে প্রবেশ করায় বাংলাদেশের দুই কৃষককে সেখানকার নাগারিকেরা আটক করে ব্যাপক মারধর করেন।

তারা দুজনই হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী তুলশীপুর গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আহত অবস্থায় উদ্ধার করে। পরে পতাকা বৈঠক করে ২০ এপ্রিল সন্ধ্যায় তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরার পর তাদের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগ এনে থানায় মামলা করেছে বিজিবি।

এর আগে গত ১৮ই এপ্রিল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে আজিনুর রহমান (২৪) নামের এক বাংলাদেশি যুবককে ধরে যায় বিএসএফ।

সেদিন বেলা দুইটা থেকে তিনটার মধ্যে বাউরা ইউনিয়নের জমগ্রাম (ডাঙ্গাটারী) সীমান্তের মেইন পিলার ৮০১-এর সাবপিলার ১০-১১–এর পাশে এ ঘটনা ঘটে।