Source : BBC NEWS

‘জন্মই আমার আজন্ম পাপ’- পংক্তিমালার কবি দাউদ হায়দার মারা গেছেন।
শনিবার রাতে জার্মানির রাজধানী বার্লিনের একটি বয়স্ক নিরাময় কেন্দ্রে ৭৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
তার ভাতিজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও
সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার বিবিসি বাংলাকে এই তথ্য
নিশ্চিত করেছেন।
তিনি জানান, “স্থানীয় সময়ে রাত ৯টা ২০ মিনিট
বাংলাদেশি সময় শনিবার রাত পৌনে একটায় মারা যান তার চাচা।
পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায়
ভুগছিলেন দাউদ হায়দার। গত বছর ডিসেম্বরে বার্লিনের বাসার সিঁড়িতে পড়ে গিয়ে
মাথায় গুরুতর আঘাত পান। তখন তাকে হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয়।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি
পাবনায় জন্মগ্রহণ করেন দাউদ হায়দার। তিনি ছিলেন কবি, লেখক
ও সাংবাদিক।
দাউদ হায়দারের প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে— জন্মই আমার আজন্ম
পাপ, সংগস অব ডেস্পেয়ার, এই শাওনে এই পরবাসে, আমি
পুড়েছি জ্বালা ও আগুনে, এলোন ইন ডার্কনেস অ্যান্ড আদার পোয়েমস
ইত্যাদি।
‘কালো সূর্যের কালো জ্যোৎস্না’ এই শিরোনামে দাউদ হায়দারের একটি কবিতা দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশ হয়েছিল ১৯৭৪ সালের ২৪শে ফেব্রুয়ারি। সেই কবিতায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছিল। তখন ্ওই অভিযোগ পুলিশ তাকে আটক করেছিল।
দাউদ হায়দারকে আটকের কিছুদিন পর মুক্তি দিয়ে ১৯৭৪ সালের মার্চ মাসে তাকে কলকাতা পাঠিয়ে দেওয়া হয়েছিল।
কলকাতা থেকে ১৯৮৭ সালে জার্মানিতে চলে যান তিনি। সেই থেকে জার্মানিতেই ছিল দাউদ হায়দারের নির্বাসিত জীবন।