Source : BBC NEWS

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র।

এক ঘন্টা আগে

এই খবরে বলা হয়েছে, নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির প্রতীক লাঙ্গল নিয়ে এখন খেলা শুরু হয়েছে। বর্তমানে এই প্রতীকটি জি এম কাদেরের দখলে রয়েছে।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এখন লাঙ্গলে ভাগ বসাতে চান। তাই এখানে-সেখানে লবিং করছেন প্রতীকটির জন্য।

সম্প্রতি তার নেতৃত্বে একটি জোটের আত্মপ্রকাশও ঘটেছে।

আনিসুল ইসলাম মাহমুদ বলছেন, তাদের সঙ্গেই রয়েছে মূল দলটি।

আইনত জি এম কাদেরই এখন এই লাঙ্গল প্রতীকের মালিক। নির্বাচন কমিশন তাকেই স্বীকৃতি দিয়েছে।

কিন্তু প্রভাবশালী মহলের আনুকূল্যে প্রতীকটি যাতে কাউকে না দেয়া হয়, সে তৎপরতা শুরু করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

পর্যবেক্ষকরা বলছেন, ভবিষ্যৎ নির্বাচনের নানা সমীকরণে এই খেলাটি শুরু হয়েছে। খেলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এতে লাভ কার-ক্ষতি কার তা সহজেই অনুমেয়।

মানবজমিন

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান খবর— Dhaka-8 aspirant Hadi shot in broad daylight; অর্থাৎ ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদিকে প্রকাশ্যে গুলি।

এই খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় রিকশায় থাকা ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় মোটরসাইকেল থেকে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পরই ঘটলো এই হামলার ঘটনা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন হাদি। এ সময় পিছু নেয় একটি মোটরসাইকেল। রিকশাটির ডান পাশ ঘেঁষে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন হাদিকে লক্ষ্য করে গুলি করে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটি দ্রুত ওই স্থান ত্যাগ করে।

গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি অস্ত্রোপাচার হয়।

চিকিৎসকেরা বলছেন, হাদির অবস্থা আশঙ্কাজনক।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর জানান, গুলি কানের ডান দিক দিয়ে ঢুকে বাম দিয়ে বের হয়ে গেছে। বুলেট ইনজুরি হচ্ছে— যেদিক দিয়ে ঢুকে সেদিক ছোট, যেদিক দিয়ে বের হয়, সেখানে বড় ইনজুরি হয়, এখানেও সেটাই হয়েছে।

অস্ত্রোপাচার শেষে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে ঢামেক থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে রাতে।

আরো পড়তে পারেন:
দ্য ডেইলি স্টার

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের দ্বিতীয় প্রধান খবর— Tarique to return on 25 December: Fakhrul; অর্থাৎ মির্জা ফখরুল বলেছেন, ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক।

এই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৫শে ডিসেম্বর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের একজন কূটনীতিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, দেশে ফিরতে তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি।

তবে, বাংলাদেশ বিমানের লন্ডন অফিসের সূত্রে তিনি জানান, তারেক রহমান দেশের উদ্দেশে উড়াল দিতে পারেন বৃহস্পতিবার এবং তার ফ্লাইটটি কোনও ট্রানজিট ছাড়াই সরাসরি ঢাকায় আসবে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

এই খবরে বলা হচ্ছে, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশে ২৩০ জনের বেশি গুলিবিদ্ধ হয়েছেন। এতে ৮০ জনের বেশি নিহত হয়।

হতাহতের মধ্যে রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) মাসিক অপরাধমূলক প্রতিবেদনে এমন তথ্য ওঠে এসেছে।

এছাড়া, এইচআরএসএসের তথ্য বলছে, এই সময়ে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে সহিংসতার ৮৫২টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১২৯ জন। আহত কমপক্ষে ছয় হাজার ৯৬৬ জন।

পুলিশ সদর দপ্তরের প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, গত নভেম্বরে সারাদেশে হত্যা মামলা হয়েছে ২৭৯টি।

এর বাইরে ডাকাতি ও দস্যুতার ঘটনায় ১৮৪টি, নারী ও শিশু-নির্যাতনের ঘটনায় এক হাজার ৭৪৪টি, অপহরণের ঘটনায় ৯৩টি, চুরি-ছিনতাইয়ের ঘটনায় এক হাজার ১১০টি মামলা হয়।

রেঞ্জভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ঢাকা রেঞ্জে, দুই হাজার ৭৪০টি।

কালের কণ্ঠ

প্রথম আলোর প্রথম পাতার খবর— জ্বালানি তেলে ‘ফুসফুসের বিষ’

প্রতিবেদনটিতে বলা হচ্ছে, দেশে দুটি সংস্থায় জ্বালানি তেল পরীক্ষা হয়েছে। জ্বালানি তেলে সালফার নির্ধারিত মাত্রা, অর্থাৎ ৩৫০ পিপিএমের (পার্টস পার মিলিয়ন) নীচে থাকার কথা। কিন্তু এসব পরীক্ষায় কিছু নমুনায় পাওয়া গেছে ১ হাজার ৩৪৮ থেকে ২ হাজার ৮০০ পিপিএম পর্যন্ত।

যা সরকারিভাবে নির্ধারিত মাত্রা ও গ্রহণযোগ্য সীমার ৩৫ গুণ বেশি।

উচ্চমাত্রার এই সালফার পাওয়াকে ভয়াবহ বলছেন বিশেষজ্ঞরা।

জ্বালানি তেলে সালফার বায়ুদূষণের একটি বড় কারণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বায়ুমানবিষয়ক গবেষক আবদুস সালাম বলেন, সালফার শুধু নিজে দূষণ করে না, বস্তুকণা তৈরি করে আরও কিছু উপাদানের দূষণে সহায়তা করে। এতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই সারা পৃথিবীতে জ্বালানি তেলে সালফার কমিয়ে রাখে।

প্রথম আলো

প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ আছে, কবে আবার তা চালু হবে কেউ বলতে পারছে না।

কূটনৈতিক দুর্বলতা, নীতিগত অস্থিরতা এবং মানব পাচার ও মানি লন্ডারিংয়ের ঢালাও মামলার কারণে এ শ্রমবাজারের পুনরায় চালু হওয়ার পথ সংকুচিত করেছে।

এ অবস্থায় নেপালসহ কয়েকটি দেশের শ্রমিকরা মালয়েশিয়ার শ্রমবাজারে ঢুকছে।

এছাড়া, চব্বিশের ৩১ মে পর্যন্ত যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও প্রায় ১৮ হাজার বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় যেতে পারেননি।

পরবর্তীতে আলোচনার পর তাদের মধ্যে মাত্র দুইশর কাছাকাছি শ্রমিককে দেশটিতে পাঠানো গেছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে অন্য শ্রমিকদের পাঠাতে না পারলে তাদের মালয়েশিয়ায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না।

অভিযোগ উঠেছে, মালয়েশিয়ার শ্রমবাজার খোলার ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।

এদিকে, ২০২৫ সালে মালয়েশিয়ায় যাওয়ার জন্য নিবন্ধন (১৪ সোর্স কান্ট্রি) করেছে ১ লাখ ১৩ হাজার ২২২ জন। তার মধ্যে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছে মাত্র ১ হাজার ৮৫৩ জন।

দেশ রূপান্তর

এই খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল দেয়া হয়েছে। ভোটের আগ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য নেতিবাচক তৎপরতা, জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের আবার সক্রিয় হওয়ার চেষ্টা, রাজনৈতিক দলগুলোর ভেতর মতবিরোধ, লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়া— এসব মিলিয়ে নির্বাচনপূর্ব সময়ে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বাড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচন কমিশন (ইসি) শুরু থেকেই কঠোর অবস্থান নিতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অন্যথায় তা অবনতির দিকে যেতে পারে।

আজকের পত্রিকা

এই খবরে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাম্প্রতিক সপ্তাহগুলোয় চায়ের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সে কারণে নিলামে তৈরি হয়েছে নতুন রেকর্ড। সর্বশেষ তিনটি নিলামে সর্বোচ্চ দরেই চা বিক্রির হার পৌঁছেছে ৯০ শতাংশের ঘরে, যা গত কয়েক বছরে দেখা যায়নি বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।

তাদের মতে, নির্বাচনী মৌসুমে চায়ের বাজারে এ অস্বাভাবিক চাঙ্গা ভাব স্বল্পমেয়াদে হলেও খাতটিকে লোকসানের ধাক্কা সামাল দিতে সহায়তা করবে।

তবে স্থায়ী সমৃদ্ধির জন্য উৎপাদন ব্যয়, ভোক্তা বাজার ও আন্তর্জাতিক মূল্য পরিস্থিতি বিবেচনায় আরো দীর্ঘমেয়াদি নীতিসহায়তার প্রয়োজন রয়েছে বলে তারা জানান।

বণিক বার্তা

এতে বলা হয়েছে, বাজারে নতুন পেঁয়াজ আসা এবং উল্লেখযোগ্য হারে পুরাতন পেঁয়াজের মজুত থাকা সত্বেও সরকারকে চাপে ফেলেছে আমদানিকারক ও পাইকারি কমিশন বিক্রেতা সিন্ডিকেট।

পার্শ্ববর্তী দেশ থেকে ৪০ টাকা কেজিতে আমদানি করলেও পাইকারি কমিশন বিক্রেতাদের দিয়ে ১২০-১৩০ টাকায় বিক্রি করাচ্ছে পেঁয়াজ।

এতে খুচরা বাজারে পণ্যটি গিয়ে ঠেকেছে সর্বোচ্চ ১৫০ টাকায়।

কেজিপ্রতি ১১০ টাকা বাড়তি মুনাফাকে ‘সাগরচুরি’র সাথে তুলনা করছেন বাজার বিশ্লেষকরা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, পেঁয়াজের দাম নিয়ে নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করা হচ্ছে। তালিকা ধরে অভিযান চালানো হচ্ছে।

কয়েক দিনের মধ্যে পেঁয়াজের দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতায় চলে আসবে বলে আশা করছে তারা।

যুগান্তর