Source : BBC NEWS

ছবির উৎস, Getty Images
বাংলাদেশের তৈর ি পোশাক-সহ অন্যান্য বহ ু পণ্যের আমদানিত ে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার ( ১৭ই মে ) য ে সব নতুন কড়াকড় ি ও বিধিনিষেধ আরোপ করেছে, ভারতের বেশির ভাগ মূল ধারার সংবাদমাধ্যম সেটিক ে একট ি ‘ রেসিপ্রোকাল মুভ ‘ ব া ‘ পাল্ট া পদক্ষেপ ‘ হিসেবেই বর্ণন া করছে।
তাদের দাবি, সম্প্রত ি ঢাক া ভারতের রফতানিত ে যেসব অশুল্ক বাধ া ( নন-ট্যারিফ ব্যারিয়ার ) আরোপ করেছে, তার জবাবেই দিল্লির এই সিদ্ধান্ত- ভারত নিজ ে থেক ে এট ি নেয়নি।
কয়েক সপ্তাহ আগ ে বাংলাদেশের অন্তর্বর্ত ী সরকারের প্রধান উপদেষ্ট া মুহাম্মদ ইউনূস চীন সফর ে গিয় ে ভারতের উত্তর-পূর্বাঞ্চল ব া ‘ সেভেন সিস্টার্স’ক ে’ স্থলবেষ্টিত’ বল ে অভিহিত করেন এব ং বাংলাদেশক ে ওই অঞ্চলের জন্য ‘ সমুদ্রের অভিভাবক ‘ হিসেবেও দাব ি করেন।
ভারতের কোনও কোনও সংবাদমাধ্যম অধ্যাপক ইউনূসের ওই মন্তব্যের সঙ্গেও দিল্লির সর্বশেষ সিদ্ধান্তের সম্পর্ক টানছেন।
বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্র ে এই সব নিত্যনতুন কড়াকড় ি য ে দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের ক্রমাবনতিরই প্রতিফলন, ত া নিয়েও ভারতের প্রধান খবরের কাগজ ব া টিভ ি চ্যানেলগুলোর মধ্য ে কোনও দ্বিমত নেই।
ভারতের প্রথম সারির কয়েকট ি সংবাদমাধ্যম দিল্লির এই সিদ্ধান্তক ে কীভাব ে ব্যাখ্য া করছে, এই প্রতিবেদন ে সেটাই সংক্ষেপ ে তুল ে ধর া হয়েছে।
বাংলাদেশ সরকারক ে ‘ বার্ত া দিতেই ‘ এই সিদ্ধান্ত: দ্য হিন্দ ু
‘ দ্য হিন্দ ু’-র দিল্ল ি সংস্করণ ে এট ি আজকের ( ১৮ই মে ) প্রধান খবর । শিরোনাম হল,” সব স্থলবন্দর দিয় ে বাংলাদেশের রফতান ি বন্ধ কর ে দিল ভারত” ।
খবর ে বল া হয়েছে, সাম্প্রতিক চীন সফর ে মুহাম্মদ ইউনূসের কর া মন্তব্যের পটভূমিতেই বাংলাদেশের অন্তর্বর্ত ী সরকারক ে ‘ একট ি বার্ত া দিতেই ‘ এই সিদ্ধান্ত নেওয় া হয়েছ ে বল ে সরকার ি সূত্র ে পত্রিকাটিক ে জানান ো হয়েছে।

আসামের মুখ্যমন্ত্র ী হিমন্ত বিশ্বশর্মা-সহ ভারত ে আরও অনেকেই য ে ওই মন্তব্যের কঠোর সমালোচন া করেছিলেন, স ে কথাও মন ে করিয় ে দেওয় া হয়েছে।
‘ দ্য হিন্দ ু’ক ে সরকারের একজন শীর্ষ কর্মকর্ত া বলেছেন, সম্প্রত ি ভারত থেক ে কটন ইয়ার্ন আমদানির ক্ষেত্র ে বাংলাদেশ অনেক কড়াকড় ি চাল ু করেছ ে – স্থলবন্দরগুলোত ে এই সুবিধ া বন্ধ কর ে দিয় ে শুধ ু সমুদ্রবন্দর দিয় ে আমদান ি করত ে দেওয় া হচ্ছে।
তিন ি আরও জানান, ত া ছাড় া ভারতের পণ্যবাহ ী ট্রাকগুলোক ে বাংলাদেশের দিক ে ‘ অ্যাগ্রেসিভ ইনস্পেকশন ‘ ব া কড় া তল্লাসির মুখ ে পড়ত ে হচ্ছ ে বলেও দিল্ল ি লক্ষ্য করেছে । এর পাল্ট া পদক্ষেপ হিসেবেই ভারত শনিবারের সিদ্ধান্ত নিয়েছ ে বল ে ওই কর্মকর্ত া দাব ি করেন।
তৈরি-পোশাক সহ য ে সব ‘ নির্দিষ্ট পণ্য ে’র ওপর এই বিধিনিষেধ জার ি কর া হচ্ছে, সেই তালিকাও কিছ ু দিন পর পর পর্যালোচন া কর ে দেখ া হব ে বল ে ‘ দ্য হিন্দ ু ‘ তাদের প্রতিবেদন ে জানিয়েছে।
‘ ব্ল ো ট ু বাংলাদেশ ‘: দ্য টাইমস অব ইন্ডিয়া
এই খবরট ি ভারতের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াতেও প্রথম পাতায় ঠাঁই পেয়েছ ে এব ং তার া ভারতের এই সিদ্ধান্তক ে ‘ ব্ল ো ট ু বাংলাদেশ ‘ ( বাংলাদেশের জন্য বড় আঘাত ) বল ে বর্ণন া করেছে।
টাইমস অব ইন্ডিয়াও এটিক ে একট ি ‘ রিটালিয়েটর ি মুভ ‘ ব া প্রত্যাঘাতমূলক পদক্ষেপ বল ে মন ে করছে । অর্থাৎ তাদের মত ে ভারত নিজ ে থেক ে এই সিদ্ধান্ত নেয়নি, বাংলাদেশের পদক্ষেপের জবাব দিতেই এই বিধিনিষেধ আরোপ কর া হয়েছে।

তার া আরও মন ে করিয় ে দিচ্ছে, গত মাসেই বাংলাদেশ ভারত থেক ে ইয়ার্ন ( যা পোশাক তৈরির অপরিহার্য কাঁচামাল ) ও চাল আমদানিত ে বিধিনিষেধ চাপিয়েছিল । তারও আগ ে অবশ্য ভারত তাদের বিমানবন্দর ব্যবহার কর ে তৃতীয় কোনও দেশের বাজার ে বাংলাদেশ ি পণ্য পাঠানোর সুযোগ ( ট্রান্সশিপমেন্ট ) প্রত্যাহার কর ে নেয়।
দিল্লিত ে একজন সরকার ি কর্মকর্ত া পত্রিকাটিক ে বলেছেন,” দ্বিপাক্ষিক এনগেজমেন্টের ক্ষেত্র ে বাংলাদেশ নিজের সুবিধামত ো ‘ চেরি-পিক’ করব ে ( মান ে শুধ ু নিজের পছন্দেরট া বেছ ে নেবে ) কিংব া ভারতের বাজার ে অ্যাকসেস পাওয় া যাবেই বল ে ধর ে নেব ে – এট া মেন ে নেওয় া যায় না ।”
তব ে ওই কর্মকর্ত া এটাও জানিয়েছেন য ে ভারত এই সব ইস্য ু নিয় ে আলোচন া করত ে প্রস্তুত – কিন্ত ু” পরিবেশ ে যাত ে কোনও তিক্তত া ন া থাক ে সেট া নিশ্চিত কর া বাংলাদেশেরই দায়িত্ব ।”
‘ রেসিপ্রোকাল মুভ ‘: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ভারতের প্রথম সারির আর একট ি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসও দিল্লির এই সিদ্ধান্তক ে ‘ রেসিপ্রোকাল মুভ ‘ বল ে বর্ণন া করেছে । তাদের মতে, গত মাস ে বাংলাদেশ ভারতের রফতানিত ে য ে সব নন-ট্যারিফ ব্যারিয়ার ( অশুল্ক বাধা ) বসিয়েছে, তার জবাবেই এই পদক্ষেপ।
গত বছরের অগাস্ট ে শেখ হাসিন া সরকারের অপসারণের পর এই সিদ্ধান্তক ে ঢাকার বিরুদ্ধ ে দিল্লির সবচেয় ে শক্তিশাল ী ‘ পুশব্যাক’ ( ধাক্কা ) -গুলোর অন্যতম বলেও বর্ণন া করেছ ে পত্রিকাটি।
এই খবরট ি ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাতেও প্রথম পাতাতেই এসেছে।

বেইজিং-এর মাটিত ে দাঁড়িয় ে উত্তর-পূর্ব ভারতক ে মুহাম্মদ ইউনূসের ‘ স্থলবেষ্টিত’ বল ে বর্ণন া করার মাত্র মাসদেড়েকের মধ্যেই য ে এই সিদ্ধান্ত এল, সেটাও মন ে করিয় ে দিয়েছ ে ওই পত্রিকাটি।
” চীনের অর্থনীতির সম্প্রসারণের পটভূমিতেই” য ে অধ্যাপক ইউনূস ওই মন্তব্য করেছিলেন, স ে কথাও তার া উল্লেখ করেছে।
রেডিমেড গারমেন্ট থেক ে শুর ু কর ে কটন ইয়ার্ন এই নতুন বিধিনিষেধের আওতায় পড়লেও মাছ, ভোজ্য তেল ব া গুঁড় ো পাথরের মত ো পণ্য কড়াকড় ি থেক ে ছাড় পেয়েছ ে বলেও জানিয়েছ ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বাংলাদেশ থেক ে ৪২ % আমদান ি বাধাগ্রস্ত হবে: দ্য ইকোনমিক টাইমস
ভারতের প্রথম সারির অর্থনৈতিক পত্রিক া দ্য ইকোনমিক টাইমস জানাচ্ছে, ভারতের এই সিদ্ধান্তের ফল ে বাংলাদেশ থেক ে মোট আমদানির ৪২ শতাংশই বাধাপ্রাপ্ত হব ে – আর্থিক অঙ্ক ে যার পরিমাণ অন্তত ৭৭ কোট ি ডলার।
ট্রেড রিসার্চ গ্রুপ ‘ গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ’-কে ( জিটিআরআই ) উদ্ধৃত কর ে তার া এই পরিসংখ্যান দিচ্ছে।
দ্য ইকোনমিক টাইমসের খবর ে বল া হয়েছে, বাংলাদেশ থেক ে এখন প্রত ি বছর ভারত ে ৬১.৮ কোট ি ডলার মূল্যের তৈর ি পোশাক রফতান ি কর া হয় – যেট া এরপর থেক ে কলকাত া ও নহভ া সেভ া ( মুম্বাই ) সমুদ্রবন্দর ছাড় া আর কোনও রুট ে আন া যাব ে না।

ছবির উৎস, Getty Images
কিন্ত ু এই দুট ো রুটই স্থলবন্দরের তুলনায় অনেক বেশ ি খরচ ও সময়সাপেক্ষ – ফল ে বাংলাদেশ থেক ে আমদান ি স্বভাবতই নিরুৎসাহিত হবে।
বাণিজ্য গবেষণ া প্রতিষ্ঠান ‘ জিটিআরআই’-এর একট ি রিপোর্ট উদ্ধৃত কর ে ওই পত্রিকাট ি আরও জানিয়েছে,” ঢাকার’ ডিপ্লোম্যাটিক পিভট ‘ ব া কূটনৈতিক ভারসাম্য য ে চীনের দিক ে ঝুঁকছ ে – ভারতের এই সব বিধিনিষেধ তারই উত্তর বল ে মন ে কর া যেত ে পারে ।”
ভারতের পোশাক রফতানিকারীর া খুশ ি হবেন: এনডিটিভ ি
ভারতের প্রথম সারির চ্যানেল এনডিটিভ ি বলছে, ভারতের অ্যাপারেল ব া তৈর ি পোশাক রফতানিকারীর া বহুদিন ধরেই সরকারের কাছ ে আর্জ ি জানিয় ে আসছিলেন বাংলাদেশ থেক ে তৈর ি পোশাক আমদানির ক্ষেত্র ে বিধিনিষেধ আরোপ কর া হোক।
প্রথম ে তৃতীয় দেশ ে রফতানির জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধ া বাতিল কর ে এব ং তারপর স্থলবন্দর বন্ধ কর ে দিয় ে সরকার তাদের দাবিই কার্যত মেন ে নিল বল ে এনডিটিভি-র প্রতিবেদন ে মন্তব্য কর া হয়েছে । টেক্সটাইল খাত ে ভারত ও বাংলাদেক ে পরস্পরের ‘ বড় প্রতিদ্বন্দ্ব ী ‘ বলেও বর্ণন া কর া হয়েছে।
চীনের মাটিত ে দাঁড়িয় ে ‘ সেভেন সিস্টার্স ‘ নিয় ে মুহাম্মদ ইউনূসের মন্তব্যও ভারত ভালভাব ে নেয়নি, স ে কথাও উল্লেখ করেছ ে এনডিটিভি।

তাদের বর্ণনায়,” মুহাম্মদ ইউনূসের ওই ‘ বিতর্কিত মন্তব্য ে’র পটভূমিতেই এর আগ ে গত ৯ এপ্রিল তৃতীয় দেশ ে রফতানির জন্য বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধ া ভারত বাতিল করেছিল ।”
কতট া প্রভাব পড়ব ে দিল্লির সিদ্ধান্তে: প্রশ্ন আনন্দবাজারে
কলকাত া থেক ে প্রকাশিত বাংল া দৈনিক আনন্দবাজার পত্রিকায় এই সংক্রান্ত খবরটির শিরোনাম হল: ‘ স্থলবন্দর দিয় ে ভারতের সঙ্গ ে কত হাজার কোটির বাণিজ্য চল ে বাংলাদেশের? কতট া প্রভাব পড়ব ে দিল্লির সিদ্ধান্তে?’
তার া ওই খবর ে বলেছে,” ভারত সরকারের নির্দেশিক া মেন ে এখন থেক ে পোশাক, তেল, ফল ব া সুত ো এ দেশ ে রফতান ি করত ে হল ে বাংলাদেশের একমাত্র ভরস া জলপথ । ত া ব্যবহার কর া হবে । কিন্ত ু এত ে রফতানির পরিমাণ কমত ে বাধ্য । ফল ে বাংলাদেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হত ে পারে ।”

ছবির উৎস, ABP Screengrab
আনন্দবাজার আরও লিখেছে,” হাসিন া সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গ ে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন চলছে ।”
” অভিযোগ, ইউনূসের আমল ে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড় ে গিয়েছ ে বাংলাদেশে । এ নিয় ে ভারত সরকার একাধিক বার উদ্বেগও প্রকাশ করেছে ।”
” কিছ ু দিন আগ ে ইউনূস চিন সফর ে গিয়েছিলেন । সেখান থেক ে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুল ি সম্পর্ক ে তিন ি বিতর্কিত মন্তব্য করেছিলেন বল ে অভিযোগ । চিনের সঙ্গ ে বাংলাদেশের ঘনিষ্ঠত া বৃদ্ধিও নজর এড়ায়নি ।”
এর মাঝেই সম্প্রত ি ভারত থেক ে স্থলপথ ে সুত ো আমদান ি বন্ধ কর ে দেয় ঢাকা, তার পরেই নয়াদিল্লির এই সিদ্ধান্ত বল ে আনন্দবাজার জানাচ্ছে।