Source : BBC NEWS
এক ঘন্ট া আগে
এ বছরের মাঝামাঝ ি সময় অর্থাৎ জুলাই – অগাস্টের মধ্যেই বাংলাদেশ ে জাতীয় সংসদ নির্বাচনের দাব ি জানিয়েছ ে বিএনপি।
আজ মঙ্গলবার দলটির চেয়ারপার্সনের কার্যালয় ে এক সংবাদ সম্মেলন ে বিএনপির মহাসচিব মির্জ া ফখরুল ইসলাম আলমগীর এই দাব ি করেছেন।
তিন ি বলেন,” এট া গণতন্ত্রের সবচেয় ে ইম্পোর্টেন্ট বিষয় । সেক্ষেত্র ে আমর া মন ে কর ি এই বছরের মাঝামাঝ ি সময় ে অর্থাৎ জুলাই অগাস্টের মধ্যেই নির্বাচন সম্ভব”।
” এ কারণ ে আমর া সরকার, নির্বাচন কমিশন এব ং রাজনৈতিক দলগুলোর প্রত ি আহ্বান জানাচ্ছ ি য ে দেশের বৃহত্তর স্বার্থ ে এ বছরের মাঝামাঝ ি সময় ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেন আমর া ব্যবস্থ া নিত ে পার ি” বলেন মি. আলমগীর ।
এর আগ ে গত ১৬ ই ডিসেম্বর অন্তর্বর্ত ী সরকারের প্রধান উপদেষ্ট া অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্য ে দেয় া এক ভাষণ ে ২০২৫ সালের শেষ থেক ে ২০২৬ সালের প্রথম দিক ে আগাম ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হত ে পার ে বল ে বক্তব্য দিয়েছিলেন।
এদিকে, বিএনপির ওই সংবাদ সম্মেলনের পর ে দুপুরেই আরেকট ি সংবাদ সম্মেলন ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ে নির্বাচনের প্রস্তুত ি নেয় া হচ্ছে।
বিএনপির অগাস্ট ে নির্বাচন অনুষ্ঠানের দাব ি নিয় ে কর া সাংবাদিকদের এক প্রশ্ন ে মি. আহমেদ প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের কথাই জানান।
” এ ব্যাপার ে আমার কোন মতামত দেয়ার সুযোগ নেই । আমাদের প্রস্তুতিট া হচ্ছ ে প্রধান উপদেষ্ট া মহোদয় য ে উইনডোট া দিয়েছেন সেই উইনডোট া নিয় ে আমর া কাজ করছ ি”, বলেন মি. আহমেদ ।
নাগরিক ঐক্যের সভাপত ি মাহমুদুর রহমান মান্ন া অবশ্য বলছেন, নির্বাচনের জন্য সরকারক ে কোন চাপ তার া দিচ্ছেন না।
তিন ি বলেন,” প্রয়োজনীয় সংস্কার করেও নির্বাচন কর া সম্ভব এব ং সেট া দ্রুতই সম্ভব । এজন্য আমর া কোন চাপ দিচ্ছ ি না । একট া গ্রহণযোগ্য, কোয়ালিট ি নির্বাচন করার জন্য য া য া কর া দরকার সেগুলে া আমর া বলবো ।”
সরকার নির্বাচনের য ে সময় জানিয়েছ ে তাত ে কোন সমস্য া ছিল ন া বল ে মন ে করেন তিনি।
য ে কারণ ে অগাস্টেই নির্বাচন চায় বিএনপি
সোমবার রাত ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্ব ে বিএনপির স্থায় ী কমিটির সভ া হয় । ওই সভার সিদ্ধান্ত জানাতেই মঙ্গলবারের সংবাদ সম্মেলন কর ে বিএনপি।
স্থায় ী কমিটির সভায় জাতীয় সংসদ নির্বাচন নিয় ে বিস্তারিত আলোচন া হয়েছ ে জানিয় ে মির্জ া ফখরুল ইসলাম আলমগীর বলেন,” নির্বাচনের বিষয় ে প্রধান উপদেষ্টার য ে বক্তব্য ছিল, এই বছরের শেষের দিক ে অথব া পরবর্ত ী বছরের অর্থাৎ ২০২৬ সালের মাঝামাঝ ি সময়ে… এ বিষয় ে বিএনপির স্থায় ী কমিটিত ে গতকাল দীর্ঘক্ষণ আলোচন া হয়েছে । আমর া মন ে করি, এত বিলম্বিত করার কোনও কারণ নেই” ।
নির্বাচন কমিশন গঠন হয় ে গেছ ে উল্লেখ কর ে গভর্ন্যান্সের মধ্য ে মোটামুট ি একট া স্থিতিশীলত া এসেছ ে বল ে জানান তিনি।
” নির্বাচন সংস্কার সংক্রান্ত য ে কমিট ি এটার রিপোর্ট এস ে যাব ে কালকে । সুতরা ং আমার মন ে হয় ন া য ে এট া আরও বিলম্বিত করার কোন প্রয়োজন আছে । কারণ যত বিলম্ব হচ্ছ ে তত রাজনৈতিক এব ং অর্থনৈতিক সংকট আরও বৃদ্ধ ি পাবে । বারবার কর ে বলছ ি আসল ে নির্বাচিত সরকারের কোন বিকল্প নেই”।
নির্বাচন গণতন্ত্রের সবচেয় ে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ কর ে এ বছরের জুলাই-অগাস্টের মধ্যেই নির্বাচনের দাব ি জানান তিনি।
” সেক্ষেত্র ে আমর া মন ে কর ি এই বছরের মাঝামাঝ ি সময় ে অর্থাৎ জুলাই অগাস্টের মধ্যেই নির্বাচন সম্ভব । এ কারণ ে আমর া সরকার, নির্বাচন কমিশন এব ং রাজনৈতিক দলগুলোর প্রত ি আহ্বান জানাচ্ছ ি য ে দেশের বৃহত্তর স্বার্থ ে এ বছরের মাঝামাঝ ি সময় ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেন আমর া ব্যবস্থ া নিত ে পার ি” বলেন মি. আলমগীর ।
জাত ি একট া ক্রান্তিকাল ে অবস্থান করছ ে বল ে মন্তব্য করেন তিনি।
” এখন সময়ট া খুবই সেনসিটিভ সময় । খুবই গুরুত্বপূর্ণ সময়, জাত ি এখন একট া অত্যন্ত ক্রান্তিকাল ে অবস্থান করছে । এর থেক ে গণতন্ত্র ে উত্তরণের য ে পথট া এই পথটাক ে কোন ভাবেই যেন আমর া খুব বেশ ি বাধাগ্রস্ত ন া কর ি সেই আহ্বানট া আমাদের সকলের প্রত ি থাকব ে”।
‘ আগ ে স্থানীয় সরকার নির্বাচন নয় ‘
জাতীয় সংসদ নির্বাচনের আগ ে স্থানীয় সংসদ নির্বাচন চায় ন া বিএনপি।
মি. আলমগীর বলেন,” জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব ে স্থানীয় সংসদ নির্বাচনের কোন প্রশ্নই ওঠ ে না । কারণ এখনতে া ফোকাসট া পুরে া দেশের, জাতির হচ্ছ ে জাতীয় সংসদ নির্বাচনের ওপরে । ক্রাইসিসট া ওই জায়গাতেই” ।
গত তিনট া জাতীয় নির্বাচন হত ে পার ে ন ি ফল ে মানুষ নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র ে উত্তরণের পথক ে সুগম করত ে চায় বল ে মন্তব্য করেন তিনি।
” আপনাদের বুঝত ে হব ে স্থানীয় সরকার দেশ চালায় না । দেশ চালায় কিন্ত ু জাতীয় সংসদ, আইন প্রণয়ন কর ে জাতীয় সংসদ, গণতন্ত্রের মূল বিষয়ট া হচ্ছ ে জাতীয় সংসদ । এট া কার্যকর হল ে গণতন্ত্র ফাংশনাল হয়” বলেন বিএনপির এই মহাসচিব।
এ সময় বিএনপির স্থায় ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানান, গত পাঁচ মাস ে অন্তর্বর্ত ী সরকার ইউনিয়ন পরিষদ বাতিল করেনি।
” এই সরকার তে া আজক ে পাঁচ মাসের মধ্য ে ইউনিয়ন পরিষদট া বাতিলও কর ে নাই । কাজেই এখান ে য ে লোকাল গভর্নমেন্টের নির্বাচন করবো, ইউনিয়ন পরিষদ বাদ দিয় ে তারপর ে ওপরের দিকে? পৌরসভ া বলুন, উপজেল া বলুন, সেটাতে া আরও ওপরে । কাজেই একদম তৃণমূলের য ে লোকাল গভর্নমেন্ট সেটাতে া ইউনিয়ন পরিষদ, সেট া যদ ি বাতিলই ন া কর া হয় ে থাক ে তব ে এখান ে নির্বাচন কিভাব ে”? বলেন মি. খান ।
‘ অন্য নির্বাচনের চিন্ত া আস ে কোত্থেকে?’
নির্বাচনের জন্য কতগুলে া আনুষ্ঠানিকত া রয়েছ ে জানিয় ে তিন ি বলেন,” যেমন ভোটার লিস্ট । ভোটার লিস্টতে া রেডি । এট া বেশ ি দিন লাগার কথ া ন া”।
” যদ ি হালনাগাদ কেউ করত ে চায় এক মাসের মধ্য ে করত ে পারবে । নির্বাচনের প্রিজাইডি ং অফিসার তৈর ি কর া এটার জন্য এক- দুই মাসের বেশ ি সময় লাগার কথ া না । সুতরা ং সবইতে া তৈর ি আছ ে” বলেন বিএনপির মহাসচিব।
মি. আলমগীর জানান,” নির্বাচন কমিশনও বলেছ ে আমর া রেডি, নির্বাচন করার জন্য আমর া তৈর ি আছ ি এব ং তার া জাতীয় নির্বাচন করার জন্য রেড ি আছে । তার া পরিষ্কার কর ে বল ে দিয়েছ ে দুটে া নির্বাচন একসাথ ে সম্ভব ন া” ।
তিন ি বলেন,” আম ি মাঝ ে মাঝ ে অবাক হই এরকম একট া ক্রিটিক্যাল মোমেন্ট ে জাতীয় সংসদ নির্বাচন ছাড় া অন্য নির্বাচন করার চিন্তাট া আস ে কোত্থেকে? নির্বাচন পেছানোর চিন্তাটাই ব া আস ে কোত্থেক ে”?
সংস্কার একট া চলমান প্রক্রিয় া উল্লেখ করেন তিনি।
এক প্রশ্নের উত্তর ে মি. আলমগীর বলেন বিএনপ ি এব ং জামায়াত ে ইসলামীর নেত া- কর্মীরাই সবচেয় ে বেশ ি অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে । ফ্যাসিস্টের বিচারও কর া হব ে তব ে তড়িঘড় ি করল ে ত া প্রশ্নবিদ্ধ হত ে পারে।
” সুতরা ং আমর া ফ্যাসিস্টের বিচার করবে া ন া তে া ক ে বিচার করবে? যদ ি আমর া ক্ষমতায় আসি । যেট া শুর ু হয়েছ ে এখান থেক ে সর ে যাওয়ার কারও কোন উপায় নেই । অবশ্যই বিচার করত ে হবে । আবার বিচার তড়িঘড়িও কর া যাব ে না । তড়িঘড় ি করল ে বিচার কিন্ত ু প্রশ্নবিদ্ধ হয় ে যাবে । সুতরা ং এট া একট া প্রক্রিয়া । এট া চলব ে এব ং এটাক ে আমর া অবশ্যই শেষ করবে া” বলেন মি. আলমগীর ।
একইসাথ ে জামায়াত ে ইসলামীও গত কয়েকদিন আগ ে দ্রুত নির্বাচন দাব ি করেছ ে বল ে জানান বিএনপ ি মহাসচিব মির্জ া ফখরুল ইসলাম আলমগীর।
তবে, এ বিষয় ে কথ া বলত ে বৈষম্যবিরোধ ী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলক ে মোবাইল ে যোগাযোগের চেষ্ট া কর া হলেও তিন ি রিসিভ করেন নি।
‘ সংস্কার শেষেই নির্বাচন ‘
প্রয়োজনীয় সংস্কার কর ে নতুন সংবিধান রচন া করার পর নির্বাচন চায় চব্বিশের অভ্যুত্থান ে নেতৃত্ব দেয় া বৈষম্যবিরোধ ী ছাত্র আন্দোলন।
বাংলাদেশ ে নির্বাচিত সরকার এল ে ভারতের সঙ্গ ে সম্পর্ক স্বাভাবিক হবে, ভারতের সেনাপ্রধানের এমন বক্তব্যের পরদিনই বিএনপির দ্রুত নির্বাচনের দাব ি একই সূত্র ে গাঁথ া বল ে মন ে করেন বৈষম্যবিরোধ ী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
বিবিস ি বাংলাক ে তিন ি বলেন,” ভারতও চাপ দিচ্ছ ে য ে বাংলাদেশ ে দ্রুত নির্বাচন দরকার । সংস্কার ছাড়াই । আজক ে হঠাৎ কর ে বিএনপ ি ছয় মাসের মধ্য ে নির্বাচন চাচ্ছে, এতোদিন যাবৎ ২০২৫ সালের মধ্য ে দিত ে বলছে । এই দুটোর মধ্য ে একট া যোগসূত্র খুঁজ ে পাচ্ছ ি” ।
ভারতীয় এজেন্ড া বাস্তবায়ন ে বিএনপ ি এট া চাচ্ছ ে বল ে দাব ি করেন মি. মাসউদ ।
ভবিষ্যত ে আর কোন ফ্যাসিস্ট যাত ে আসত ে ন া পার ে সেরকম নিশ্চিত সংস্কার কর ে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করত ে হব ে বল ে মন ে করেন এই সমন্বয়ক।
মি. মাসউদ বলেন,” নতুন একট ি গণপরিষদ ও নতুন সংবিধান রচনার মাধ্যমেই সম্ভব বাংলাদেশ ে আর কোন ফ্যাসিস্ট আসব ে ন া এট া নিশ্চিত কর া সম্ভব” ।
একইসাথ ে জাতীয় সংসদ নির্বাচনের আগ ে স্থানীয় সরকার নির্বাচনের দাব ি জানান তিনি।
” বিএনপ ি চাচ্ছ ে ক্ষমতায় এস ে নিজেদের অধীন ে স্থানীয় সরকার নির্বাচন দেবে । এটাক ে কুক্ষিগত করার প্রচেষ্টায় আছে । তাই জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন দিত ে হবে । স্থানীয় সরকারক ে শক্তিশাল ী করেই জাতীয় নির্বাচন ব া গণপরিষদ নির্বাচনের দিক ে এগোনে া যায়”, তিন ি বলেন।