Source : BBC NEWS
২ ঘন্টা আগে
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং বৃহস্পতিবার রাতে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। প্রধানমন্ত্রী পদে তারই উত্তরসূরি, দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত ১০টা ৩৭ মিনিটে টুইট করে এ খবর জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণ আগেই দিল্লির এইমস হাসপাতাল কর্তৃপক্ষের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে যে, ড. সিং এদিন সন্ধ্যায় নিজের বাড়িতে অজ্ঞান হয়ে যান।
শুরুতে বাড়িতেই তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। পরে এইমস হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় মনমোহন সিংকে।
“কিন্তু সব প্রচেষ্টা করা সত্ত্বেও তার জ্ঞান ফিরিয়ে আনা যায় নি এবং রাত নয়টা ৫১ মিনিটে তিনি মারা গেছেন,” এইমস হাসপাতালের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. রিমা ডাডার সই করা এক বিবৃতিতে বলা হয়েছে।
ড. মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ সাল – এই ১০ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন।
এর আগে ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ছিলেন ভারতের অর্থমন্ত্রী।
সেই সময়েই ভারতের অর্থনীতির উদারীকরণের যে পরিকল্পনা নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নরসিমহা রাও, সেটির বাস্তবায়ন করেছিলেন পেশা ও শিক্ষায় অর্থনীতিবিদ মনমোহন সিং।
এই নিবন্ধে Twitterএর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে। আপনি সম্মতি দেবার আগে হয়ত Twitter কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে পারেন। এই কনটেন্ট দেখতে হলে ‘সম্মতি দিচ্ছি এবং এগোন’ বেছে নিন।
সতর্কবাণী: বিবিসির নয় এমন ওয়েবসাইটের কনটেন্টের জন্য বিবিসি দায়ী না
End of Twitter post
ছবির কপিরাইট
Twitter -এ আরো দেখুনবিবিসি। বাইরের কোন সাইটের তথ্যের জন্য বিবিসি দায়বদ্ধ নয়।
হাসপাতালে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা
ড. মনমোহন সিং হাসপাতালে ভর্তি হয়েছেন, এখবর পেয়েই সেখানে পৌঁছে যান সোনিয়া গান্ধী এবং তার কন্যা প্রিয়াঙ্কা গান্ধী।
অন্যদিকে, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কর্ণাটকের বেলগাভিতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন।
সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে যে, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং রাহুল গান্ধী বেলগাভি থেকে দিল্লির উদ্দ্যেশের রওনা হয়ে গেছেন।
মনমোহন সিংয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভারতের রাজনৈতিক নেতা নেত্রীদের শোকবার্তা আসা শুরু হয়ে গেছে।
বিস্তারিত খবর আসছে…