Source : BBC NEWS

পত্রিকা

এক ঘন্টা আগে

মূলত, চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে থেমে থাকা এমভি আল-বাখেরা নামক একটি সারবাহী জাহাজের সাত কর্মচারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গতকাল সোমবার দুপুরে জাহাজটির বিভিন্ন কক্ষ থেকে পাঁচজনের রক্তাক্ত লাশ ও তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরও দু’জন মারা যান। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

কারা, কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে– সে রহস্য এখনও ভেদ করা যায়নি। প্রাথমিকভাবে ডাকাতির কথা বলা হলেও সেখান থেকে কিছু লুট হয়েছে কিনা, তা নিশ্চিত করতে পারেননি কেউ। জাহাজটির মালিকপক্ষ ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

পুলিশ সূত্র বলছে, রোববার রাতে জাহাজটি নোঙর করা অবস্থায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা জাহাজে থাকা আটজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এতে সেখানেই পাঁচজন মারা যান। জাহাজে হত্যার শিকার সবাই আলাদা কেবিনে ছিলেন। সেখানেই তাদের মেরে ফেলা হয়।

বিবিসি বাংলার সাম্প্রতিক খবর:
সমকাল

এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রত্যর্পণ চুক্তির আওতায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বাংলাদেশের পক্ষ থেকে কূটনৈতিক পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে আর কোনও মন্তব্য করেননি।

সরকারের একটি উচ্চপর্যায়ের সূত্র প্রথম আলোকে জানিয়েছে, গতকাল সোমবার সকালে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই কূটনৈতিক পত্র পাঠানো হয়।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল পৃথক দুই অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরত আনার ব্যাপারে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধের বিষয়টি সাংবাদিকদের জানান।

প্রথম আলো

ডেঞ্জার জোন পূর্বাচল— মানবজমিন পত্রিকার এই প্রধান শিরোনামে বলা হয়েছে, দৃষ্টিনন্দন পূর্বাচল ৩০০ ফিট সড়ক রাতারাতি যেমন দর্শনার্থীদের নজর কেড়েছে ঠিক একই সময়ে সেটি মৃত্যুজোন বা ডেঞ্জার জোনে পরিণত হয়েছে।

ছিনতাই, ডাকাতি, সড়ক দুর্ঘটনা সেখানে নিত্যদিনের ঘটনা। মাতাল তরুণ-তরুণীরা বেপরোয়া গতির গাড়ি চালিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটাচ্ছে।

নিজেরা যেমন নিহত হচ্ছে ঠিক তেমনি তাদের কারণে আরও অনেক বাবা-মায়ের কোল খালি হচ্ছে। এসব ছাড়াও মাদকসেবন, অপরাধীরা হত্যা করে লাশ ফেলে রাখার প্রবণতা পূর্বাচলের এই সড়কে বাড়ছে।

যান্ত্রিক কোলাহল থেকে মুক্তি ও মানসিক স্বস্তি পেতে রাজধানীবাসীর পছন্দের এই স্পট শুধু তাদের জন্যই আতঙ্কের হচ্ছে না।

এই সড়কের আশেপাশের বাসিন্দারাও এখন রীতিমতো আতঙ্কিত। কারণ তাদের চোখের সামনে প্রায়ই নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, এই সড়কে বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বেশির ভাগই প্রভাবশালী ব্যক্তির সন্তান।

আরও পড়তে পারেন:
মানবজমিন

আবারও ক্ষমতা পাচ্ছে ইসি— যুগান্তর পত্রিকার প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, তফশিল ঘোষণার পর যে কোনও পর্যায়ে জাতীয় সংসদ নির্বাচন বন্ধের ক্ষমতা আবারও নির্বাচন কমিশনের হাতে ফিরতে যাচ্ছে।

ওই ক্ষমতা পেলে তফশিল ঘোষণা থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত সময়ের মধ্যে বিরূপ পরিবেশ তৈরি হলে পুরো নির্বাচনই বাতিল করতে পারবে ইসি।

এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ৯১(এ) উপধারা সংশোধনের সুপারিশ করার বিষয়ে একমত হয়েছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্যরা।

এছাড়া, প্রার্থীদের হলফনামায় অসত্য তথ্য দিলে বা তথ্য গোপন করলে ওই প্রার্থীর প্রার্থিতা যে কোনও সময়ে বাতিলের ক্ষমতা পাচ্ছে ইসি। এমনকি সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার পরও তা বাতিল করতে পারবে কমিশন।

এটিসহ আরও কিছু ক্ষমতা ইসিকে দেওয়ার বিষয়ে সুপারিশ করতে যাচ্ছে এ কমিশন।

পহেলা জানুয়ারির মধ্যে কমিশনের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার কথা রয়েছে।

বিবিসি বাংলার অন্যান্য খবর:
যুগান্তর

আরো তীব্র হয়েছে ব্যাংকগুলোর ডলার সংকট— বণিক বার্তা পত্রিকার এই প্রধান শিরোনামে বলা হয়েছে, চলতি মাসে অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাংকের মাধ্যমে বেশি রেমিট্যান্স আসছে। রফতানি আয়ও প্রবৃদ্ধির ধারায়।

এর পরও দেশের ব্যাংকগুলোয় ডলারের সংকট তীব্র হয়ে উঠেছে। পরিস্থিতি সামাল দিতে বাড়তি দামে রেমিট্যান্সের ডলার কিনছে বেশির ভাগ ব্যাংক।

এ পরিস্থিতিতে ব্যাংকের পাশাপাশি কার্ব মার্কেটেও (খুচরা বাজার) ডলারের বিনিময় হার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে।

গতকাল এক্সচেঞ্জ হাউজগুলোয় প্রতি ডলার ১২৯ টাকায়ও কেনাবেচা হয়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশী হিসাবে (নস্ট্র অ্যাকাউন্ট) ডলার স্থিতি কমে এসেছে।

ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় এলসি দায় সমন্বয় ও বিদেশী ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছে দেশের ব্যাংকগুলো।

গত রোববার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ইস্যু করা একটি চিঠিতে এ ডলার সংকটের বিষয়টি উঠে আসে।

বণিক বার্তা

বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে এলাকাছাড়া— আজকের পত্রিকার দ্বিতীয় প্রধান শিরোনাম এটি। এখানে বলা হয়েছে, কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানু নামের বীর প্রতীক খেতাবপ্রাপ্ত এক বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করার অভিযোগ উঠেছে।

এ ঘটনার একটি ভিডিও গত রোববার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জড়িতদের ধরতে রাতেই অভিযান শুরু করেছে পুলিশ।

অভিযোগ উঠেছে, জামায়াতে ইসলামীর লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।

এ ঘটনায় দু’জনকে বহিষ্কার করেছে দলটি। সঙ্গে একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরাও।

জানা গেছে, লাঞ্ছিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য।

আজকের পত্রিকা

শিল্প মালিকরা বলছেন, জ্বালানির সংকট, শ্রমিক অসন্তোষ ও ব্যাংক খাতের অস্থিতিশীলতা এই খাতে নেতিবাচক প্রভাব ফেলছে। এতে গত এক বছরে তৈরি পোশাক, নিটওয়্যার ও টেক্সটাইলশিল্পের ১৪০টি কারখানা বন্ধ হয়ে গেছে।

এর মধ্যে তৈরি পোশাক খাতে ৭৬টি, নিট খাতে ৫০টি এবং টেক্সটাইল খাতের ১৪টি কারখানা রয়েছে।

এক বছরে ১৪০টি কারখানার মোট ৯৪ হাজার কর্মী চাকরি হারিয়েছেন বলে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

সম্প্রতি বেক্সিমকো গ্রুপ তাদের ১৫টি পোশাক কারখানার প্রায় ৪০ হাজার কর্মী ছাঁটাই করেছে। সব মিলিয়ে বন্ধ ১৫৫ কারখায় এক লাখ ৩৪ হাজার কর্মী চাকরি হারিয়েছেন।

খাতসংশ্লিষ্টদের মতে, কারখানায় শ্রমিক অসন্তোষ, ব্যাংকঋণের উচ্চ সুদহার, কাঁচামাল আমদানিতে এলসি সমস্যা, শিল্পে অব্যাহত গ্যাসসংকট, গ্যাস ট্যারিফ বৃদ্ধি করা, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ না পাওয়া, অব্যাহতভাবে শ্রমিকের মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বাড়ায় অনেকে প্রতিযোগিতায় টিকতে পারছেন না।

কালের কণ্ঠ

Non-lethal weapons to be suggested for cops— দ্য ডেইলি স্টার পত্রিকার প্রধান শিরোনাম, অর্থাৎ পুলিশের হাতে প্রাণঘাতী নয় এমন অস্ত্র দেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

এ খবরে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেনের বরাতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার সুপারিশসহ কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, জনসমাবেশ নিয়ন্ত্রণে প্রাণহানি এড়াতে ইউরোপীয় মানদণ্ড অনুসরণ করে আইনশৃঙ্খলা বাহিনীকে শুধুমাত্র নন-লিথাল (অপ্রাণঘাতী) অস্ত্র ব্যবহারের সুপারিশ করা হবে।

এছাড়া, গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে উচ্চ আদালত ও আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নির্দেশিকা প্রণয়নের সুপারিশও থাকবে।

দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব জানান।

দ্য ডেইলি স্টার

আয় কম বেহাত সম্পদ— দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরোনাম এটি। এতে বলা আছে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দেশের বিভিন্ন শিল্প গ্রুপ, সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সরকারি বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে।

তদন্ত পর্যায়ে আদালতের আদেশের মাধ্যমে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হচ্ছে।

এ তালিকায় বৃহৎ শিল্প গ্রুপ বেক্সিমকো, এস আলমসহ সাবেক মন্ত্রী, এমপি, আমলা ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে।

জব্দকৃত সম্পত্তি দেখভাল ও পরিচালনার জন্য রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়েছে। তবে এরপরও ওইসব সম্পদ এবং তার ওপর নির্ভরশীল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ভাগ্য অনিশ্চিতই থেকে যায়।

এর কারণ, রিসিভার হিসেবে দায়িত্ব ব্যক্তি বা দপ্তর দায়িত্ব পালনে আগ্রহী হয় না। আবার অনেক সময় পরিচালন ব্যবস্থাও ভালো হয় না।

দেশ রূপান্তর

বে-টার্মিনালে দিনে ক্ষতি ১০ লাখ ডলার— নয়া দিগন্ত পত্রিকার প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, বেসরকারি বিনিয়োগে বাস্তবায়ন এবং পরিচালনার মাধ্যমে দৈনিক প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার হিসাবে বছরে ৩৬৩ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় করতে পারে বাংলাদেশের অর্থনীতি। সম্প্রতি বিশ্বব্যাংকের বে-টার্মিনাল সম্পর্কিত ‘চিটাগং পোর্ট : নিডস ক্যাপাসিটি এক্সপানশন’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদন অনুযায়ী, দুই হাজার জাহাজ ও ৩২ লাখ ৭০ হাজার টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের তথ্য উল্লেখ করে এতে বলা হয়েছে, এই টার্মিনাল বাস্তবায়ন হলে প্রতিটি জাহাজের অপেক্ষমাণ সময় চার দিন পর্যন্ত বেঁচে যাবে। জাহাজপ্রতি দৈনিক পাঁচ হাজার ডলার পরিচালন ব্যয় হিসাবে বছরে ১৬০ মিলিয়ন ডলার শিপিং লাইন কস্ট সাশ্রয় হবে।

এ ছাড়া কনটেইনার ডেলিভারিতেও চার দিন সময় সাশ্রয় হবে এবং এতে ২০৩ মিলিয়ন ডলার ইনভেন্ট্রি কস্ট কমবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাহাজ ও কনটেইনার উভয় ক্ষেত্রে বছরে ৩৬৩ মিলিয়ন ডলার সাশ্রয় হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

নয়া দিগন্ত