Source : BBC NEWS
এক ঘন্টা আগে
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে জমি বরাদ্দ নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের এটিই প্রথম মামলা দায়ের।
গতকাল রোববার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিষয়টি জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন।
তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বজনরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। গত ১৫ বছর তার নিয়ন্ত্রণে ছিল এভিয়েশন খাত।
তারিক সিদ্দিকির স্ত্রী শাহনাজ সিদ্দিকির পরামর্শে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও দেশের এভিয়েশন খাত পুরোটাই নিয়ন্ত্রণ করতেন তারেক সিদ্দিকীর ঘনিষ্ঠ বন্ধু গ্রুপ ক্যাপ্টেন আলমগীর হোসেন।
এই খাতে আওয়ামী লীগের অনেক প্রভাবশালী নেতাও কখনো তারিক সিদ্দিকির বিরুদ্ধে যাননি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৭ সালের পহেলা জানুয়ারি ব্যবসায়িক পার্টনার আলমগীরকে ব্যবহার করে বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র এমএ মান্নানের ছেলে ব্যারিস্টার মঞ্জুরুল করিম রনির ৪০ কোটি টাকার প্রতিষ্ঠান এভালন এভিয়েশন দখল করে নেন তারিক সিদ্দিক।
শুধু দখল করেই থেমে যাননি।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ডজন খানেক নাশকতা ও বিস্ফোরকের পেন্ডিং মামলা দিয়ে দেশ ছাড়া করেন।
কাউকে কাউকে থানায় ধরে নিয়ে সীমাহীন নির্যাতন করা হয়। ডিবি পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে জেলে পাঠিয়েছেন। এখনো মামলার জালে ফেঁসে আছেন এভালন কর্তারা।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন ভ্রমণে প্রতিবছর দেশি-বিদেশি লাখ লাখ পর্যটক ছুটছেন।
গত ছয় বছরে সুন্দরবনে পর্যটক টানতে যুক্ত হয়েছে ২৯টি বিলাসবহুল নৌযান।
শীতাতপ নিয়ন্ত্রিত এসব নৌযানের কোনটিতে তিন তারকা মানের সেবা দেয়া হয়।
এর পেছনে লগ্নি হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা।
অতিরিক্ত নৌযান ও পর্যটকের চাপ বনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্রের যাতে ক্ষতি না করে এজন্য ২০১৪ সালে সুন্দরবন ভ্রমণ নীতিমালা তৈরি করা হয়।
তবে নীতিমালা উপেক্ষা করে এখন দৈনিক গড়ে ৩০টি নৌযান অভয়ারণ্যে দিনভর অবস্থান করে।
প্রতিবেদনটির তথ্য অনুযায়ী, গত ২৫ বছরে সুন্দরবনে পর্যটক দাঁড়িয়েছে প্রায় চার গুণ।
ফলে ভরপুর পর্যটন ব্যবসার আড়ালে চাপা পড়ছে পর্যটকের নিরাপত্তার বিষয়। সুন্দরবন উপকূলে চলাচল নিষিদ্ধ নৌযানে মেটানো হচ্ছে পর্যটকের ভ্রমণ তৃষ্ণা।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ঋণের পরিমাণ গত বছরের সেপ্টেম্বরের শেষে ২০ লাখ কোটি টাকা ছাড়িয়েছে।
এর মধ্যে বিদেশি ঋণের পরিমাণ ছিল আট হাজার ৪৪৪ কোটি ৫৪ লাখ ডলার।
প্রতি ডলার ১২০ টাকা (ওই সময়ের বিনিময় মূল্য) হিসাবে এর পরিমাণ দাঁড়ায় দশ লাখ ১৩ হাজার ৩৪৪ কোটি টাকায়।
বাকিটা অভ্যন্তরীণ ঋণ। রাজস্ব আহরণ ও বৈদেশিক আয়ের তুলনায় এ ঋণের পরিমাণ বর্তমানে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
তাদের ভাষ্য কার্যকর ঋণ ব্যবস্থাপনা কৌশলের মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে না পারলে ভবিষ্যতে কঠিন সংকটের মধ্যে পড়তে হতে পারে।
রাজধানী ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গ্যাস সংকটে মানুষের ভোগান্তি বেড়েছে। অনেক জায়গায় দিনের বেলায় গ্যাস থাকছে না।
চুলা জ্বালাতে রাতের জন্য অপেক্ষা করতে হয়। প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না শিল্পের গ্রাহকেরাও।
ফলে রপ্তানিমুখী কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
সাধারণত শীতের সময় বিদ্যুৎ উৎপাদন অর্ধেকে নেমে যায়। এতে বিদ্যুৎ খাতে গ্যাসের চাহিদা কমে যায়।
ফলে শিল্প, আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাসের সরবরাহ বেড়ে যাওয়ার কথা।
কিন্তু এবার গ্যাসের সরবরাহ কমে গেছে। দেশীয় গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন টানা কমছে।
ফলে শীতেও গ্যাস সংকট ভোগাচ্ছে গ্রাহকদের।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের মাঝামাঝি হঠাৎ শতাধিক পণ্য ও সেবার ওপর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার।
সেই ঘোষণা বৃহস্পতিবার রাত থেকে কার্যকর হয়েছে। এমনিতেই আওয়ামী লীগ সরকারের সময় থেকে ভোগ্যপণ্যের দামের উর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ।
অন্তর্বর্তী সরকারও বাজার নিয়ন্ত্রণে আনতে পারে নি।
এরই মধ্যে নতুন করে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত যেন মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে উঠেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের এ সংক্রান্ত ঘোষণার পর থেকে ভোক্তা, ব্যবসায়ী, অর্থনীতিবিদ ও রাজনৈতিক দল সব পক্ষই একাট্টা ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে।
ভোক্তা পর্যায়ে বাড়ছে অসন্তোষ।
দুই দিনেই ভ্যাট ও করের চাপ পড়েছে সব পর্যায়ের মানুষের মধ্যে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভ্যাট ও কর প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামার প্রস্তুতিও নিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, চাঁদা না পেয়ে দখলের চেষ্টা করা হচ্ছিল মাল্টিপ্ল্যান সেন্টার। ছাত্র-জনতা ও ব্যবসায়ীদের কারণে সেটাও সম্ভব হয়নি।
ক্ষোভ থেকেই গত ১০ই জানুয়ারি রাতে টার্গেট করে রাজধানীর এলিফ্যান্ট রোডে কোপানো হয় দুই ব্যবসায়ীকে।
তবে দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় নতুন করে সামনে এসেছে দুই শীর্ষ সন্ত্রাসীর নাম, যারা একসময় অপরাধ জগতের নিয়ন্ত্রক ছিলেন।
তারা হলেন শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমন এবং মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল।
যারা গত পাঁচই অগাস্টের পট পরিবর্তনের পর গত ১৫ ও ১৬ ই অগাস্ট কারাগার থেকে জামিনে বের হন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, হামলার নেপথ্যে রয়েছে এ দুই শীর্ষ সন্ত্রাসীর আধিপত্য বিস্তার, চাঁদাবাজির দ্বন্দ্ব। যারা জেলে থেকেই নিয়ন্ত্রণ করতেন অপরাধ জগত।
বর্তমানে পরিচালন ব্যয় বৃদ্ধির চাপে আছেন ব্যবসায়ীরা।
এই সময় উচ্চ মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার কারণে পণ্য ও সেবা বিক্রি কমে যাওয়ায় বিপরীতমুখী চাপে আছেন তারা।
এ পরিস্থিতিতে তাদের নতুন বিনিয়োগে আগ্রহ নেই। বরং এখন কঠিন বাস্তবতার মুখে রুগ্ন ও সংকটে থাকা ব্যবসা গুটিয়ে নিতে সরকারের কাছে নীতিমালা চান ব্যবসায়ীরা।
স্বাধীনতার ৫৩ বছরেও বিনিয়োগবান্ধব হতে পারেনি দেশ।
এখনো একজন বিনিয়োগকারীকে দেশে বিনিয়োগ করতে হলে ২৯টি প্রতিষ্ঠান থেকে ১৪১টি ছাড়পত্র নিতে হয়।
এই জটিলতার পরও সরকারের দেওয়া সেবার মূল্য ও কর বৃদ্ধি অব্যাহত। গত তিন বছরে গ্যাসের দাম ২৫০ শতাংশ থেকে প্রায় ৪৫০ শতাংশ বেড়েছে।
গতকাল রোববার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নেতৃত্বে বেশ কয়েকটি সংগঠনের ১৩ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করে তারা এখন বিনিয়োগ করতে আগ্রহ পাচ্ছেন না বলে জানিয়েছে।
‘Are open spaces in Dhaka adequate for residents?’ ঢাকা ট্রিবিউন পত্রিকার শিরোনাম। অর্থাৎ ঢাকার খোলা জায়গা কি বাসিন্দাদের জন্য পর্যাপ্ত?
প্রতিবেদনটিতে বলা হয়েছে, খোলা জায়গা সব বয়সের মানুষের জন্য আবশ্যক। শ্রমজীবী শ্রেণির জন্য পার্ক হল মানসিক চাপ কমানোর জায়গা।
ওয়াল্ড এটলাস অনুযায়ী, ঢাকা মহানগরী এলাকায় দুই ২০ লাখ মানুষের বসবাস।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত জনসংখ্যা ও আবাসন শুনারি ২০২২ এর প্রতিবেদন অনুযায়ী ঢাকা মহানগরীর দুইটি পৌর করপোরেশনের মধ্যে এক কোটি মানুষ বসবাস করেন।
রাজউকের ডিটেইলড এরিয়া প্ল্যান অনুযায়ী, রাজধানী ঢাকায় প্রতি ১২ হাজার ৫০০ জন বাসিন্দার জন্য দুই থেকে তিনটি খেলার মাঠ প্রয়োজন। শহরে উন্মুক্ত স্থান রয়েছে মাত্র দশমিক নয় শতাংশ।
ফলে রাজউকের প্ল্যান অনুযায়ী বর্তমানে পর্যাপ্ত খেলার মাঠ নেই রাজধানীবাসীর জন্য।
অর্থাৎ ‘সীমান্তে অনুমোদন ছাড়াই বেড়া দিচ্ছে ভারত’।
‘যথাযথ অনুমোদন ছাড়াই’ বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দেয়া কাঁটাতারের বেড়া দুই দেশের মধ্যে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মনোভাবকে ক্ষুন্ন করে বলে নয়া দিল্লিকে জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র সচিব মোঃ জসিম উদ্দিন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে এই মনোভাব জানান।
সীমান্তে সাম্প্রতিক বিএসএফ তৎপরতার কারণে যে উত্তেজনা বিরাজমান তার মধ্যেই রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল মি. ভার্মাকে।
পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেছেন, “এই ধরনের কার্যকলাপ, বিশেষ করে অনুমতি ছাড়াই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা এবং বিএসএফের সংশ্লিষ্ট অপারেশনাল কর্মকাণ্ড, সীমান্তে উত্তেজনা ও অশান্তি সৃষ্টি করেছে”।