Source : BBC NEWS

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্র

৪০ মিনিট আগে

নিয়ন্ত্রণ নিয়েই নাফ নদে মিয়ানমার অংশে নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করে তারা। যার প্রভাব টেকনাফকেন্দ্রিক সীমান্ত বাণিজ্যে পড়েছে।

নয়া বছরের প্রথম মাসে এখন পর্যন্ত মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী জাহাজ টেকনাফ বন্দরে নোঙর করেনি। উল্টো বাংলাদেশমুখী পণ্যবাহী চারটি কার্গো আটকে রেখেছে আরাকান আর্মির সদস্যরা।

কবে নাগাদ জাহাজগুলো ছাড়া পাবে, তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। এসব জাহাজের মালিক মিয়ানমারের হলেও সব পণ্য বাংলাদেশি ব্যবসায়ীদের।

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাফ নদে দেশটির জলসীমানা দিয়ে চলাচলকারী নৌযান থেকে কমিশন পেতে চায় আরাকান আর্মি! এ কারণে তারা পণ্যভর্তি কার্গো আটকে রাখার মতো নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে।

ব্যবসায়ী মো. রানা বলেছেন, চার কার্গোতে একশর বেশি ব্যবসায়ীর ৫০ কোটি টাকার বেশি পণ্য রয়েছে। ট্রান্সশিপমেন্টের ওপর কমিশন চায় আরাকান আর্মি।

জাহাজের মালিকরা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

সমকাল পত্রিকা

অনুগত ও তোষামোদকারীদের ৮৩০ প্লট উপহার দেন হাসিনা— প্রথম আলোর প্রধান শিরোনাম এটি।

প্রতিবেদনে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তাদের সাড়ে ১৫ বছরের শাসনামলে সরকারি চাকরি, জনসেবা ও সমজাতীয় খাতে জাতীয়ভাবে ‘অসামান্য অবদানের’ নামে নিজেদের ঘনিষ্ঠদের রাজউকের প্লট বরাদ্দ দিয়েছে।

প্রথম আলোর অনুসন্ধানে ওঠে আসে, সবচেয়ে বেশি প্লট বরাদ্দ পেয়েছেন বিগত তিন সংসদের সাবেক সংসদ সদস্যরা। তাদের সংখ্যা অন্তত ২৫৬।

এছাড়া, ৩৯ জন সচিব, অন্তত ৩০ জন সাংবাদিক ও ৩০ জন শিল্পী-সংস্কৃতিকর্মীও পেয়েছেন প্লট।

তালিকায় আছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা, ব্যবসায়ী, ঠিকাদার, বিচারপতি, প্রবাসী, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ অনেকে।

তাদের পরিচয় মূলত তারা প্রভাবশালী ও আওয়ামী লীগ সরকারের অনুগত অথবা তোষামোদকারী।

এমনকি শেখ হাসিনার অ্যাসাইনমেন্ট অফিসার, ব্যক্তিগত কর্মকর্তা, ব্যক্তিগত সহকারী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তত ১৫ জন গাড়িচালকও পেয়েছেন প্লট। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাও নিয়েছেন প্লট।

প্রথম আলো

প্রতিবেদনে বলা হচ্ছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল রোববার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই চুক্তির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার এ কথা নিশ্চিত করেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়লে হামলা চালায় হামাস। তাতে এক হাজারের বেশি ইসরায়লির প্রাণ যায়। জবাবে গাজায় সর্বাত্মক হামলা শুরু করে তেল আবিব।

গত ১৫ মাস ধরে টানা এ হামলা অব্যাহত ছিল। তাতে প্রায় ৪৭০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

নির্ধারিত সময়ের চেয়ে পৌনে তিন ঘণ্টা দেরি হয়েছে যুদ্ধবিরতি কার্যকর হতে। তখনও গাজায় হামলা চালায় ইসরায়েল।

এদিকে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে পদত্যাগ করেছেন।

যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা নস্যাৎ হলে তার বাহিনী ফের হামাসের বিরুদ্ধে লড়াই শুরু করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে, হামাস এখন সম্পূর্ণ একা।

কালের কণ্ঠ

প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এনএসইজেড) কারখানা গড়তে শুরুতে অনেক উৎসাহব্যঞ্জক কথা বললেও সেখানে ঠিকমতো পাওয়া যাচ্ছে না গ্যাস, বিদ্যুৎ, পানি।

ফলে জমি ইজারা নিয়েও সাত বছর ধরে বিনিয়োগে আসেনি বহু কম্পানি।

যদিও ২০১৭ সালে প্রণোদনা ও করছাড়ের পাশাপাশি চাওয়ামাত্রই বিদ্যুৎ, গ্যাস ও পানি দেয়ার প্রতিশ্রুতি ছিল। এরপর উদ্যোক্তারা মাঠে নামলে সেবার বদলে মিলছে হয়রানি-দীর্ঘসূত্রতা।

এর জন্য আমলাতান্ত্রিক জটিলতার কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এনএসইজেডে শিল্প করতে অনেকে ব্যাংক ঋণ নিয়ে এখন মাঝপথে আটকা। একদিকে চালু হচ্ছে না শিল্প, অন্যদিকে ব্যাংক থেকে নেয়া ঋণের কিস্তি দিতে চাপ। একপর্যায়ে মিলছে খেলাপির তকমা।

মানবজমিন

প্রতিবেদনে বলা হচ্ছে, জুলাই-অগাস্ট অভ্যুত্থানে শহীদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতা দিতে গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হলেও নানা সীমাবদ্ধতার কারণে সাহায্যের টাকা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সেবাপ্রার্থীদের। পোহাতে হচ্ছে নানা ভোগান্তি।

সরেজমিন ঘুরে দেখা যায়, শহীদ পরিবারের সদস্যরাও আসছেন সরকার ঘোষিত অনুদান গ্রহণ করতে।

আহতদের কেউ কেউ আসছেন তালিকায় নাম অন্তর্ভুক্তি করতে। আহত হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে তাদের বেশ কিছু ধাপ অনুসরণ করতে হচ্ছে। দিতে হচ্ছে নানা তথ্য। এসব তথ্য দিতে গিয়ে অনেকে ভোগান্তিতে পড়ছেন।

প্রতিবেদনে বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে ভেরিফায়েড হয়েও দুই মাস ধরেও টাকা পাচ্ছেন না এক সেবাপ্রার্থী।

কারও আবার ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক আগে অফিসে এসে সকল তথ্য দিয়ে গেলেও ফাইল খোলা হয়নি, এমন সেবাপ্রার্থীও খুঁজে পেয়েছে মানবজমিন।

আজকের পত্রিকা

এতে বলা হয়েছে, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় দুই শতাধিক আসামিকে গতকাল রোববার জামিন দেয়া হয়েছে।

মামলার চিফ প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন জানান, যারা হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং এ মামলার সাক্ষীরা যাদের নাম বলেননি, তাদের জামিন মঞ্জুর করা হয়েছে।

তবে ঠিক কতজনকে জামিন দেওয়া হয়েছে, তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

পিলখানার ঘটনায় হত্যার অভিযোগে একটি, বিস্ফোরকদ্রব্য আইনে আরেকটি মামলা হয়। হত্যা মামলা বিচারিক আদালত ও হাইকোর্টে নিষ্পত্তি হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম জানান, হত্যা মামলায় ২৫০ জনের বেশি আসামি খালাস পেয়েছিলেন।

খালাসপ্রাপ্তদের কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। বাকি যারা আছেন, তাদের বেশিরভাগকেই গতকাল আদালত জামিন দিয়েছেন।

দেশ রূপান্তর

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সরকারের পতন ও পরবর্তীকালে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যে তিস্তায় ভারতের সম্ভাবনার বিষয়টি ক্ষীণ হয়ে আসে। বিপরীতে চীনের সঙ্গে আলোচনায় আশা দেখছে বাংলাদেশ।

এর মধ্যে আজ সোমবার চার দিনের চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সফরকালে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে করবেন।

এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে নদী ও পানি ব্যবস্থাপনা সমঝোতা স্মারকের বিষয়টি উল্লেখ করা হলেও তিস্তার বিষয়ে সুনির্দিষ্ট এজেন্ডা রাখা হয়নি।

তবে ঢাকা-বেইজিং কূটনৈতিক সূত্রগুলো বলছে, তিস্তা প্রকল্পের বিষয়টি অবশ্যই প্রাধান্য পাবে।

এর মধ্যে গতকাল রোববার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাংবাদিকদের বলেছেন, তিস্তা প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে চীন। এটার সমাধান হবে বলে আমি মনে করি।

এদিকে, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীন বিনিয়োগে সুদহার বিভিন্ন রকম। এ হার কমাতে চায় বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে আলোচনায় সুদহার কমানোর বিষয়টি প্রাধান্য পাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

যুগান্তর

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউজে আজ দ্বিতীয় যাত্রা শুরু হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। তার শপথ অনুষ্ঠানে ব্যয় করা হচ্ছে ২০০ মিলিয়ন ডলার। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন আজ।

গত কয়েক বছরে ক্যাপিটল হিলের পশ্চিম লনে শপথ গ্রহণ অনুষ্ঠান হলেও এবার সেটি হবে ক্যাপিটল রোটুন্ডায়। ওয়াশিংটনে প্রচণ্ড ঠান্ডার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শপথগ্রহণের প্রথম দিনই ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে সই করার পরিকল্পনা করেছেন। তার মধ্যে রয়েছে গণনির্বাসন কর্মসূচি ও তেল খনন বৃদ্ধির প্রতিশ্রুতি।

এদিকে, ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর থেকেই ফেডারেল সরকারের ওপর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে প্রস্তুত। ট্রাম্প ও তার মিত্রদের দাবি করা ‘ডিপ স্টেট’ ভেঙে দেয়ার পরিকল্পনায়ও তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

এছাড়া, ট্রাম্প প্রশাসন যত দ্রুত সম্ভব ফেডারেল সরকারের বিভিন্ন বিভাগে হাজারো রাজনৈতিক নিয়োগ দেয়ার পরিকল্পনাও করছে।

ট্রাম্পের দল ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ ৩ কূটনীতিকের পদত্যাগ চেয়েছে। একে ভবিষ্যতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

বণিক বার্তা

প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরের এপ্রিলে জাতীয় গ্রিডে সংযুক্ত হওয়ার কথা রয়েছে পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট। এর জন্য বিকল্প হিসেবে অন্তত এক হাজার ৯০৭ মেগাওয়াট সক্ষমতার গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রস্তুত রাখার সুপারিশ করেছে রাশিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এসটিসি ইউপিএ।

কোনো কারণে রূপপুরে বিঘ্ন ঘটলে বিকল্প কেন্দ্র থেকে যেন সরবরাহ নিশ্চিত করা যায় সেজন্যই এ পরামর্শ দেয়া হয়েছে।

সেক্ষেত্রে চলতি বছর সেচ, রমজান ও গ্রীষ্ম মৌসুমে গ্যাসভিত্তিক অন্তত আট হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশে তীব্র লোডশেডিং হওয়ার শঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিপিডিবি ও পিজিসিবির কর্মকর্তারা জানায়, কোনো বিদ্যুৎ কেন্দ্র গ্রিডে যুক্ত করার ক্ষেত্রে প্রায় একই সক্ষমতার বিকল্প কেন্দ্র প্রস্তুত রাখতে হয়।

নতুন কেন্দ্রটির যদি কোনো কারণে ত্রুটি দেখা দেয় কিংবা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে যাতে বিকল্প কেন্দ্রের সরবরাহ দিয়ে গ্রিড সচল রাখা যায়। মূলত এটি করা হয় গ্রিড যাতে কোনো কারণে ট্রিপ না করে।

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে বিষয়টি আরো স্পর্শকাতর।