Source : BBC NEWS
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সারজিস আলম।
বুধবার সকাল সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোষ্ট দিয়ে তিনি এ কথা জানিয়েছেন।
পোষ্টে মি. আলম লিখেছেন, গত ৩১শে ডিসেম্বর তিনি পদত্যাগ করেছেন এবং সাতই জানুয়ারি ‘সাইনিং অথরিটি’ হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব শেষ করেছেন।
তবে, পদত্যাগ করার তিন সপ্তাহ পরে কেন বিষয়টি প্রকাশ করা হলো সে বিষয়ে কোন ব্যাখ্যা দেননি মি. আলম।
এছাড়া, সারজিস আলমের পদত্যাগের খবর প্রকাশের সঙ্গে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যকার সংঘাত এবং সে প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে তার পদত্যাগের দাবির কোন সম্পর্ক রয়েছে কী-না তা জানা যায়নি।
ফেসবুক পোষ্টে সারজিস আলম লিখেছেন, তার পদত্যাগের সাথে সাথে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের
প্রক্রিয়াতেও পরিবর্তন আনা হয়েছে।
একইসাথে এই ফাউন্ডেশনে এখন থেকে সাধারণ সম্পাদক নামে কোন পদ থাকবে না বলে জানিয়েছেন তিনি।
পোষ্টে তিনি আরো লিখেছেন, “যতদিন পর্যন্ত আমি আমার সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে
দিতে পেরেছি ততদিন আমি দায়িত্ব পালন করেছি ৷ যখন মনে হয়েছে – এখন থেকে ফাউন্ডেশনে
প্রয়োজনীয় সময় দেওয়া আমার জন্য সম্ভব হবে নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি ৷”
“আমার কাছে নিজের সীমাবদ্ধতা
এড্রেস করা এবং সে অনুযায়ী দায়িত্ব গ্রহন বা ত্যাগ করা কোনো দূর্বলতা নয় বরং এটাতে
সৎ সাহস লাগে ৷ আমি চেষ্টা করেছি আমার চেয়ারের দায়িত্বের সাথে সৎ থাকতে।”