Source : BBC NEWS

সংবাদপত্র

এক ঘন্টা আগে

এ সংবাদে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে গতকাল রোববার পর্যন্ত ৩১ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

পুলিশের বিশেষ শাখা (এসবি) ও বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে সংবাদপত্রটি।

দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে ট্রাম্প প্রশাসন।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৩০ পুরুষ ও একজন নারী।

অভিবাসন-সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিদেরই ফেরত পাঠানো হয়েছে বলে সংবাদটিতে উল্লেখ করা হয়েছে।

ঢাকায় যাদের পাঠানো হয়েছে, তাদের মধ্যে তিন জনকে এসকর্ট বা বিশেষ নিরাপত্তাসহ পৌঁছে দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বিভাগের কর্মীরা।

বাকি বাংলাদেশিদের সাধারণ যাত্রীর মতো পাঠানো হয়েছে।

সর্বশেষ গত শনিবার দুপুরে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে পাঁচ বাংলাদেশিকে। ফ্লাইটটি একই ধরনের যাত্রী নিয়ে নেপাল হয়ে বাংলাদেশে আসে।

সমকাল

এ সংবাদে বলা হয়েছে, একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না। জাতীয় ঐকমত্য কমিশনের এই প্রস্তাবে সায় দেয়নি বিএনপি।

দুই বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না ঐকমত্য কমিশনের এই প্রস্তাবেও সমর্থন দেয়নি দলটি।

এই দুই ইস্যুতে দলের অনড় অবস্থানের বিষয় তুলে ধরেছে বিএনপি।

গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাষ্ট্র সংস্কারের বিষয়ে আলোচনা করে বিএনপি’র প্রতিনিধিদল।

দিনভর আলোচনা শেষে জানানো হয় মঙ্গলবার ফের বৈঠকে বসবে দুই পক্ষ।

রোববার বৈঠক শেষে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। তবে এক বছর গ্যাপ হলে পুনরায় প্রধানমন্ত্রী হতে সমস্যা নাই।”

সালাহউদ্দিন আহমেদ বলেন, “একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না, এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও আমরা দেখি, পার্টি প্রধানই সরকার প্রধান। এটি গণতান্ত্রিক চর্চা। “

“যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায়। তাহলে সেই ভোটে যারা ক্ষমতায় আসবে, মনে করতে হবে জনগণ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে” বলে মন্তব্য করেন মি. আহমেদ।

মানবজমিন
বিবিসি বাংলার অন্যান্য খবর:

সংস্কার ও নির্বাচনের সম্ভাব্য সময়কে কেন্দ্র করে দেশের রাজনীতিতে মেরুকরণ দ্রুত স্পষ্ট হচ্ছে বলে এ সংবাদে বলা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া সময়সীমার মধ্যে চলতি বছরের ডিসেম্বরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আদায়ে সর্বদলীয় ঐকমত্য গঠন করতে চায় বিএনপি।

এ লক্ষ্যে এরই মধ্যে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে যুক্ত দলগুলোর সঙ্গে আলোচনার পাশাপাশি অন্যান্য ডান, বাম ও ইসলামী দলগুলোর সঙ্গেও আলোচনা করতে চায় দলটি।

এর অংশ হিসেবে গতকাল রবিবার সিপিবি, বাসদসহ বাম ধারার দলগুলোর এবং গণ অধিকার পরিষদের সঙ্গে চা চক্রে মিলিত হন বিএনপির সিনিয়র কয়েকজন নেতা।

বাম ধারার দলগুলোর সঙ্গে বিএনপির এই চা চক্র বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে।

এদিকে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে।

গতকাল রোববার রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক হয়।

এ পরিস্থিতিতে গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বর্তমানে দেশে একটি অস্থিরতা চলছে। কিছু নির্ধারিত বিষয় অনির্ধারিত ও অনিশ্চিত হয়ে পড়েছে। তা সমাধানে দরকার রাজনৈতিক ঐক্য। এর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আমরা জনগণের প্রতিনিধিত্ব পাব।”

কালের কণ্ঠ

দেশ থেকে অর্থ পাচারের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে ১০টি প্রতিষ্ঠানকে তদন্তের আওতায় আনা হয়েছে বলে তুলে ধরা হয়েছে এ প্রতিবেদনে।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে আলোচিত ১০ প্রতিষ্ঠান দেশের ব্যাংকিং খাত থেকে ঋণের নামে হাতিয়ে নিয়েছে চার লাখ কোটি টাকা।

এর মধ্যে ব্যাংক থেকে এস আলম গ্রুপই হাতিয়ে নিয়েছে সোয়া দুই লাখ কোটি টাকা। আর সালমান এফ রহমান নিয়েছেন ৫৩ হাজার কোটি টাকা।

তবে ব্যাংক থেকে টাকা লুটের তথ্য আরো বাড়তে পারে। এসব অর্থের বেশির ভাগ অংশই পাচার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এ সংবাদে।

বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ক্যামেলকো অনুষ্ঠানে প্রচার করা হয়।

বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, আলোচিত ১০টি কোম্পানি সুকৌশলে ব্যাংক থেকে নামে-বেনামে টাকা বের করে নিলেও তা দেশে বিনিয়োগ না করে বড় একটি অংশ বিদেশে পাচার করে দিয়েছিল।

ইতোমধ্যে দেশী-বিদেশী একাধিক সংস্থা পাচারকৃত অর্থ উদ্ধারে কাজ শুরু করে দিয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে পাচারকৃত অর্থের গন্তব্য চিহ্নিত করা হয়েছে।

নয়া দিগন্ত

এ সংবাদে জাহিদকে কিভাবে হত্যা করা হয় সেটির বিবরণ তুলে ধরা হয়েছে।

ঘটনার বর্ণনায় বলা হয়েছে, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাসের প্রশাসন ভবনের গেটের সামনে ১০ – ১৫ জন মিলে একজন শিক্ষার্থীকে পেটাচ্ছে।

ঐ শিক্ষার্থী প্রশাসন ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। এর মধ্যেই একজন ছুরিকাঘাত করেন তাকে।

এক পর্যায়ে প্রশাসন ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা ঐ শিক্ষার্থীকে ভেতরে ঢুকিয়ে কলাপসিবল গেট বন্ধ করে দেন। এরপর হামলাকারীরা চলে যায়।

ঐ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের ওপর হামলার এমন দৃশ্য সিসিটিভির ফুটেজে দেখা গেছে।

হাসপাতালে নেওয়ার পর পারভেজের মৃত্যু হয়।

এ হত্যার ঘটনায় তার ভাই হুমায়ুন কবির বাদী হয়ে আট জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।

দৈনিক ইত্তেফাক

এ সংবাদে ভারত ও পাকিস্তানে কিভাবে গ্যাসের সিস্টেম লস হয় তার সাথে তুলনা করে বাংলাদেশের সিস্টেম লসের কথা তুলে ধরা হয়েছে।

সংবাদটিতে বলা হয়েছে, বাংলাদেশ গ্যাসের সিস্টেম লস ভারতের তিন গুণ ও পাকিস্তানের প্রায় দ্বিগুণ।

সঞ্চালন ও বিতরণ কোম্পানিগুলোর সিস্টেম লস অভাবনীয় হারে বেড়ে যাওয়ায় প্রতি বছর এক বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হচ্ছে দেশের গ্যাস খাতে।

মূলত পুরনো পাইপলাইন, লিকেজ, চুরি ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে কারিগরি ত্রুটিতে বাড়ছে এ ক্ষতির পরিমাণ।

দেশে পাইপলাইনে গ্যাস বিতরণ করে ছয়টি কোম্পানি। এসব কোম্পানির মধ্যে বেশির ভাগ গ্রাহক তিতাসের।

কোম্পানিটির আওতায় মোট ২৮ লাখ ৮৩ হাজারের বেশি গ্রাহক রয়েছে (২০২৩-২৪ অর্থবছরের হিসাবে)।

গ্রাহক ও গ্যাসের ব্যবহারভেদে তাদের সিস্টেম লস জানুয়ারির হিসাবে ১০ দশমিক ৫৩ শতাংশ। এর বাইরে বাকি পাঁচটি কোম্পানির গ্রাহক সংখ্যা সীমিত।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা বলছেন, গ্যাসের ব্যবহার ও গ্রাহক বিবেচনায় বিতরণ পর্যায়ে সিস্টেম লস এখন ১১ শতাংশের কাছাকাছি।

যদিও বিতরণ কোম্পানির কর্মকর্তারা বলছেন, সিস্টেম লস এখন গড়ে সাড়ে ১০ শতাংশের মতো।

বণিক বার্তা

একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন – সংবিধান সংস্কার কমিশনের এ সুপারিশের সঙ্গে একমত হয়নি বিএনপি।

তারা চায়, একই ব্যক্তি টানা দু’বারের পর বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন।

গতকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় এ বিষয়ে বিএনপি অনড় অবস্থান নেয়। পরে বৈঠকে একটি নতুন প্রস্তাব আলোচনায় আসে।

সেটি হলো এক ব্যক্তি মাঝখানে বিরতি দিয়ে সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন।

বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে উপস্থিত থাকা একাধিক সূত্রের বরাত দিয়ে নতুন এ প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এ সংবাদে।

তবে এ প্রস্তাব নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি।

বিএনপি ঐকমত্য কমিশনকে জানিয়েছে, এ বিষয়ে তারা দলের নীতি-নির্ধারণী পর্ষদে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে।

এ ছাড়া ক্ষমতার ভারসাম্য আনতে সংবিধান সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে, তার অনেকগুলোর সঙ্গে ভিন্নমত জানিয়ে অনড় অবস্থানে ছিল বিএনপি।

তবে তারা রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে পরবর্তী সংসদে একটি আইন করা হবে এমন প্রস্তাব দিয়েছে। তবে সে আইনে কী কী থাকবে, তার বিস্তারিত জানানো হয়নি।

প্রথম আলো

‘Civil, criminal courts at upazila recommended’ নিউ এইজ পত্রিকার প্রথম পাতার এ শিরোনামের অর্থ উপজেলা পর্যায়ে দেওয়ানী ও ফৌজদারি আদালত গঠনের সুপারিশ।

সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং দোরগোড়ায় বিচারিক সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে দেওয়ানী ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন।

গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে জমা দেওয়া প্রতিবেদনে এই সুপারিশগুলো উপস্থাপন করা হয়েছে।

প্রতিবেদনে বাংলাদেশের স্থানীয় শাসন কাঠামোর সংস্কারের লক্ষ্যে ৫১টি মূল সুপারিশ করা হয়েছে।

কোনও বিলম্ব ছাড়াই এলজিআরসির সুপারিশগুলো জরুরি ভিত্তিতে বাস্তবায়নের উপর জোর দেন প্রধান উপদেষ্টা।

“আসুন আমরা দেরি না করি। এই সংস্কারগুলো যত তাড়াতাড়ি সম্ভব কাগজ থেকে বাস্তবে রূপান্তরিত করা উচিত” বলেন তিনি।

প্রধান সুপারিশগুলোর মধ্যে একটি সারা দেশে উপজেলা পর্যায়ে পূর্ণাঙ্গ কার্যকর দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করা।

পরে ফরেন সার্ভিসেস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তোফায়েল আহমেদ বলেন, “এর ফলে জনগণের ভোগান্তি কমবে। বিভিন্ন মামলার সাক্ষীরা উপজেলা পর্যায়ের আদালতে সহজেই আসতে পারবেন এবং মামলা জট কমবে।”

নিউ এইজ

‘Local polls too should be held under caretaker‘ দ্য ডেইলি স্টার পত্রিকার এ শিরোনামের অর্থ স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত।

এ সংবাদে বলা হয়েছে, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি একক তফসিলের অধীনে সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন।

গতকাল রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত করা ভোটার তালিকা স্থানীয় সরকার নির্বাচনের জন্য ব্যবহার করা যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, পার্বত্য অঞ্চলসহ সকল স্থখানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন এই বছর অনুষ্ঠিত হতে পারে।

আর তা করার জন্য পাঁচটি স্থানীয় সরকার সংস্থা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন সম্পর্কে দুইটি আইন প্রণয়নের জন্য একটি অধ্যাদেশ জারি করা যেতে পারে।

দ্য ডেইলি স্টার