Source : BBC NEWS

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে গাজীপুরে হামলার ঘটনায় এপর্যন্ত ৫৪ জনকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার গাজীপুর
মহানগর পুলিশের একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না
করার শর্তে মহানগর পুলিশের একজন কর্মকর্তা জানান, “ ঘটনার পর রাত থেকে অভিযান
চালিয়ে এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত হলে আজই
তাদের আদালতে চালান দেওয়া হবে”।

তবে তারা কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী কিনা- এমন প্রশ্নে ওই পুলিশ কর্মকর্তা জানান ঘটনার
সাথে জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। নির্দিষ্ট কোন দলের কিনা, তা তিনি প্রকাশ
করতে চাননি।

গতকাল রোববার সন্ধ্যায়
গাজীপুর থেকে ঢাকায় ফেরার পথে তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন।

গাজীপুরের কৃষি
বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে সন্ধ্যায় চান্দনা চৌরাস্তার উল্কা সিনেমা হলের এলাকায়
পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে ঢাকায় পৌঁছে দেয়।

রাতে ওই ঘটনার
পরই দলটির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়ে ওই ঘটনার খবর প্রকাশ করেন।

তিনি বেশ কয়েকটি
ছবি দিয়ে পোস্টে লিখেছেন, “ হাসনাত যে গাড়িতে আসছিল…। কত ধারালো অস্ত্র দিয়ে
গাড়িতে আঘাত করা হয়েছিল! ”

পরে খবর ছড়িয়ে
পড়লে রাতেই বিক্ষোভ মিছিল করেন দলটির
নেতা-কর্মীরা।

হামলার শিকার হাসনাত আব্দুল্লাহ

ছবির উৎস, NCP