Source : BBC NEWS

কলকাতায় হোটেলে আগুন

কলকাতা শহরের ব্যস্ত বড়বাজার এলাকার
একটি আবাসিক হোটেলে আগুন লেগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ওই
হোটেলটিতে আগুন লাগে।

কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা
জানিয়েছেন যে বড়বাজারের মেছুয়ার ফলপট্টির ওই হোটেলটিতে মঙ্গলবার রাত সওয়া আটটার
দিকে আগুন লাগে।

হোটেলের বিভিন্ন ঘর থেকে অন্তত পাঁচজন
সহ অনেককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন লাগার পরে আবাসিকদের অনেকে প্রাণ
বাঁচাতে ছাদে চলে গিয়েছিলেন, সেখান থেকে অন্তত ২০ জনকে উদ্ধার করা
গেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

আগুন লাগার সময়ে হোটেলটির ৪২টি ঘরে ৮৮
জন আবাসিক ছিলেন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে এমন একজন আছেন যিনি প্রাণ
বাঁচাতে ওপর থেকে ঝাঁপ দেন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দুটি
শিশু ও একজন নারীও আছেন মৃতদের মধ্যে।

প্রায় আট ঘন্টার চেষ্টায় দমকল আগুন
নিয়ন্ত্রণে আনতে পেরেছে।

পুলিশ কমিশনার জানিয়েছেন যে আগুন
নিয়ন্ত্রণে এসেছে, তবে ভবনটিকে এখন ঠান্ডা করার কাজ চলছে।
একই সঙ্গে এখনও কেউ আটকিয়ে আছেন কী না, তা খুঁজে দেখছে দমকল বাহিনী।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে
যে, আগুন লাগার পরেই আবাসিকদের অনেকে জানলার কার্নিশে নেমে পড়েছিলেন। দমকলের তরফে
মাইকিং করে তাদের ঝাঁপ দিতে নিষেধ করা হচ্ছিল।

আবার যারা ছাদে উঠে গিয়েছিলেন, তারা সেখান থেকেই টর্চ জ্বালিয়ে উদ্ধার করার জন্য সঙ্কেত দিচ্ছিলেন।

কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।