Source : BBC NEWS

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহাম্মদ ইউনূস

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং প্রতিষ্ঠানের আরো ছয় কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার বিচার কার্যক্রম বাতিল করেছেন আপিল বিভাগ।

এর আগে এই মামলায় অভিযোগ গঠন করার পরে সেটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন ড. ইউনূস। কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপর সেই আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন ড. ইউনূস। সেই আপিল মঞ্জুর করে শুনানির পর আপিল বিভাগ এই রায় দেন।

রাষ্ট্রীয় বার্তা বাসস এই তথ্য জানিয়েছে।

অধ্যাপক ইউনূস ও অন্য ১৩জন গ্রামীণ টেলিকম কর্মীদের লভ্যাংশের তহবিল থেকে প্রায় ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং অর্থপাচার করেছেন, এমন অভিযোগে দুদক ২০২৩ সালের ৩০শে মে মামলাটি করেছিল।

গত বছরের ১২ই জুন ঢাকার একটি আদালত এই মামলায় অভিযোগ গঠন করেছিল। সেই অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিলেন ড. ইউনূস ও অন্যরা। কিন্তু হাইকোর্ট সেটি সরাসরি খারিজ করে দেন। সেই সাথে এক বছরের মধ্যে মামলার বিচার কার্যক্রম শেষ করার আদেশ দেন।

এর বিরুদ্ধে ড. ইউনূস আপিলের আবেদন করেন। সেই আবেদন গ্রহণ করে আপিল বিভাগ বুধবার এই আদেশ দিলেন।

যদিও এর আগে ৫ই অগাস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর ১১ই অগাস্ট মামলাট প্রত্যাহারের আবেদন করেন দুদকের আইনজীবী। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলা প্রত্যাহারের আদেশ দেন।

তবে সেই সময় ড. ইউনূসের আইনজীবী জানিয়েছিলেন, আইনিভাবেই অভিযোগের নিষ্পত্তি চান তারা।

অপর ছয় কর্মকর্তা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম, পরিচালক আশরাফুল হাসান, নাজনীন সুলতানা, শাহজাহান, নূরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফী।

প্রধান উপদেষ্টা হওয়ার আগে বিবিসিকে দেওয়া অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকার পড়তে পারেন: